পূর্ণমকে ঘুমোতে দেয়নি পাকিস্তানিরা, জানালেন স্ত্রী রজনী
বর্তমান | ১৬ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাকিস্তানে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তবে এখনও তিনি রিষড়ায় নিজের বাড়িতে ফেরেননি। বুধবার রাত ন’টা নাগাদ জওয়ানের স্ত্রী রজনী সাউ তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। রজনী সাউ বৃহস্পতিবার বলেন, ‘পূর্ণম এখন সুস্থ রয়েছে। তবে এখনই বাড়ি আসতে পারবে কি না জানি না।’ তাই রজনী দেখা করতে যাবেন। তিনি আরও বলেন, ‘রাতে খাবার খেয়েছেন। পূর্ণম জানিয়েছে, তিনি এখন অনেকটাই সুস্থ।’ ওঁর এক সহকর্মীর ফোন থেকে কথা হয়েছে। রজনী বলেন, ‘আগস্টে বাড়ি ফেরার কথা রয়েছে। ফিরলে আমরা উদযাপন করব। বাচ্চাটাও কান্নাকাটি করছে।’ রজনী আরও বলেন, ‘পূর্ণম বলছিল, পাক রেঞ্জার্সরা ওঁকে ঘুমোতে দেয়নি। শুধু প্রশ্ন করেছে। স্বামী মানসিক ভাবে ভেঙে পড়েছেন। ওঁরা ভেবেছিল, পূর্ণম গুপ্তচর। ওঁকে মানসিক নির্যাতন করা হয়েছে। বিস্তারিত কথা হলে বলতে পারব।’ এদিন পূর্ণমের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা হুগলির জেলা সম্পাদক দেবব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।