• ঋণ জালিয়াতিতে জড়িত ১২ কেন্দ্রীয় সরকারি কর্মী! গ্রেপ্তার ১
    প্রতিদিন | ১৬ মে ২০২৫
  • অর্ণব আইচ: ঋণ প্রতারণা ও জালিয়াতিতে অভিযুক্তদের তালিকায় উঠে এল কেন্দ্রীয় সরকরি কর্মচারীদের নাম। রেল, ভারতীয় জাদুঘর-সহ কয়েকটি জায়গার কর্মচারীদের বিরুদ্ধে ঋণ নিয়ে তা শোধ না দেওয়ার অভিযোগ উঠেছে। আবার কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ভুয়ো নথি দেখিয়ে ঋণ নিয়েছেন। এভাবে একটি ঋণ প্রদানকারী সংস্থাকে প্রায় ৯০ লাখ টাকা প্রতারণা ও জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু করে এক রেল কর্মচারীকে গ্রেপ্তার করেছেন লালবাজারের গোয়েন্দারা।

    পুলিশ জানিয়েছে, পার্ক স্ট্রিটের একটি ঋণদাতা সংস্থার এজেন্টদের মারফত অভিযুক্ত রেল ও জাদুঘর কর্মচারীদের সঙ্গে যোগাযোগ হয়। তাঁদের ঋণ দিতে রাজি হয় সংস্থাটি। কিন্তু ঋণ নেওয়ার পর আর সেই টাকা ফেরত দিতে চাননি ওই ব‌্যক্তিরা। এমনকী, এই ব‌্যাপারে অনুসন্ধান করতে গিয়ে ওই ঋণদাতা সংস্থাটি জানতে পারে যে, কয়েকজন ভুয়ো নথি জমা দিয়ে ঋণ নিয়েছেন। তারা পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে।

    এরপরই লালবাজারের স্পেশাল সেল এই মামলার তদন্ত শুরু করে। অভিযুক্তদের মধ্যে পলাশ মুখোপাধ‌্যায় নামে রেলের এক কর্মচারী ভুয়ো নথি জমা দিয়ে ১১ লাখ টাকা ঋণ নেন বলে অভিযোগ ওঠে। যদিও তিনি প্রায় আট লাখ টাকা ফেরত দিয়েছেন। তাঁকে হাওড়া থেকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। গোয়েন্দাদের মতে, বারোজন সরকারি কর্মচারী এভাবে ৯০ লাখ টাকার উপর ঋণ নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)