সেনা ও তাঁদের পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, বাঁকুড়ার খাতড়ায় ডায়াগনস্টিক সেন্টারের অনন্য উদ্যোগ
আজকাল | ১৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনা যখন সীমান্তে শত্রুর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করেন, তখন পিছনের সারিতে দাঁড়িয়ে অনেকেই তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান নানা উপায়ে। এবার এমনই এক অনন্য উদাহরণ তৈরি করল বাঁকুড়া জেলার খাতড়ার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার।
এই ডায়াগনস্টিক সেন্টারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী কয়েকদিন ভারতীয় সেনা এবং আধা সামরিক বাহিনীর যে কোনও জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য সমস্ত ডায়াগনস্টিক টেস্ট একেবারে বিনামূল্যে করা হবে।
ডায়াগনস্টিক সেন্টারটির কর্ণধার শান্তনু সিংহ জানান, সম্প্রতি পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় সেনার অপারেশন ‘সিঁদুর’ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি মনে করেন, শুধু যুদ্ধক্ষেত্রে নয়, দেশের নাগরিকরাও নিজেদের অবস্থান থেকে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে পারেন। এই উদ্যোগ সেই ভাবনারই বাস্তব প্রতিফলন।
এই খবর সামনে আসতেই সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, এই ছোট শহরের একটি ডায়াগনস্টিক সেন্টার যা করেছে, তা সত্যিই দেশের প্রতি ভালোবাসার নিদর্শন।
সেনা সদস্যদের কেউ ছুটিতে বাড়ি এসে পরিবারের কারও চিকিৎসা করাতে গিয়ে এমন সুযোগ পেলে তা তাঁদের জন্য যেমন উপকারে আসবে, তেমনি এই প্রচেষ্টা আগামী দিনে আরও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করতে পারে।