• মর্মান্তিক! কালবৈশাখীর ঝড়ে দাঁড়িয়ে ছিলেন গাছের নিচে, বাজ পড়ে মৃত ২...
    আজকাল | ১৬ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়ার শান্তিপুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এদিন হঠাৎ আসা কালবৈশাখীতে শান্তিপুরের সূত্রাগড় দাস পাড়ায় বজ্রপাতে মৃত্যু হল দুই ব্যক্তির। জানা গিয়েছে, বাজ পড়ে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধে থেকে হঠাৎই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় শান্তিপুর এবং পার্শ্ববর্তী এলাকায়। 

    প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টি স্বস্তির হলেও ঝড়ের সঙ্গে বাজও পড়ছিল এদিন। সেই সময় বাইরে থাকায় ঝোড়ো আবহাওয়ার মধ্যে আটকা পড়ে গিয়েছিলেন পাঁচ ব্যক্তি। জানা গিয়েছে, সূত্রাগড় দাস পাড়া এলাকায় প্রবল বৃষ্টির সময় একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন ওই পাঁচজন। সূত্রের খবর, প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎই বিকট পড়ে ওই গাছে। তাতেই গুরুতর আহত হন তাঁরা।

    স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আনুমানিক সাড়ে আটটা নাগাদ আহত ব্যক্তিদের শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তির নাম কাশি দাস, ও বাবাই ঘোষ। ঘটনায় আহত বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা বর্তমানে সকলেই শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
  • Link to this news (আজকাল)