• এভারেস্ট জয়ের পরই প্রাণ গেল রানাঘাটের সুব্রতর
    প্রতিদিন | ১৬ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে এভারেস্ট জয়ের সুসংবাদ। সকালে মৃত্যুর খবর। মাউন্ট এভারেস্ট থেকে নামার সময় মৃত্যু রানাঘাটের এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের। আরেক বাঙালি এভারেস্ট জয়ী রুম্পা দাস সুস্থ রয়েছেন। তিনি নিচে নামছেন বলেই খবর।

    পর্বতারোহী সুব্রত ঘোষ রানাঘাটের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাসেক খানেক আগে রানাঘাটের আরেক বাসিন্দা রুম্পা দাসের সঙ্গে এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের দুই পর্বতারোহীই বিশ্বের সবোর্চ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বন্যা বইতে থাকে।

    কিন্তু সেই খুশি চিরস্থায়ী হল না! পাহাড়ের বুকেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন সুব্রত। জানা গিয়েছে, চূড়া জয়ের পর নামতে গিয়ে বেসক্যাম্প ৪-এ অসুস্থ হয়ে পড়েন সুব্রত। একাধিক সমস্যার কারণে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে সুব্রতর সঙ্গে অভিযানে যাওয়া রানাঘাটেরই রুম্পা দাস অসুস্থ হয়ে পড়লেও, তিনি নিচে নামছেন বলে খবর পাওয়া গিয়েছে।

    তিনবছর পর ও চলতি বছরে প্রথম বাঙালি পর্বতারোহী হিসাবে এভারেস্টের চূড়া জয় করেন সুব্রত ও রুম্পা। এর আগে ২০২১ সালে এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন রুম্পা। অন্তরায় হয়ে দাঁড়ায় শারীরিক সমস্যা। সুব্রতও আগে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তা সত্বেও সব বাঁধা অতিক্রম করে অভিযানে যান তাঁরা। জয়ও আসে। তবে সুব্রতর ফিরে আসা হল না। মৃত্যুর খবর আসার পর শোকের ছায়া গোটা রানাঘাটে। 
  • Link to this news (প্রতিদিন)