• ঝাঁ-চকচকে, আধুনিক! রাজ্যের প্রথম অমৃত ভারত স্টেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী
    প্রতিদিন | ১৬ মে ২০২৫
  • সুব্রত বিশ্বাস: অমৃত ভারত প্রকল্পের অধীনে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের আধুনিকীকরণের কাজ শেষ। সার্বিক পরিষেবার উন্নয়ন ঘটানো হয়েছে এই স্টেশনের। ২২মে স্টেশনের সমস্ত নতুন পরিষেবার উদ্বোধন হবে। উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে অমৃত ভারত প্রকল্পের আওতায় কাজ শেষ হওয়া প্রথম স্টেশন কল‌্যাণী ঘোষপাড়া। উন্নয়নের কাজ শেষ হওয়ায় সব পরিষেবাই যাত্রীদের জন‌্য সেদিনই খুলে দেওয়া হবে।

    বৃহস্পতিবার চূড়ান্ত পর্যায়ের পরিষেবার বিষয়গুলি খতিয়ে দেখেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা। পরিদর্শনের পর তিনি জানান, চলতি মাসেই এই স্টেশনের উদ্বোধন হবে। দিল্লি থেকেই এই উদ্বোধনের কাজ হবে। শিয়ালদহ ডিভিশন সূত্রে জানানো হয়েছে, স্টেশন ভবনের পরিকাঠামো বদল, বিশ্রামাগার, শেডের উন্নয়ন, শৌচাগার, বসার সিট, পানীয় জল সবই আধুনিক মানের করে তৈরি করা হয়েছে। ১০৩টি স্টেশনের সঙ্গে এই স্টেশনের পরিষেবা চালু করা হবে।

    প্রাথমিক পর্যায়ে দেশে ১২৭৫ স্টেশনের কাজ চলছে। সম্প্রতি পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেউসকর জানিয়ে ছিলেন, আগামী ছ’মাসের মধ্যেই অমৃত ভারত স্টেশনগুলির কাজ শেষ হয়ে যাবে। তারমধ্যেই শিয়ালদহ শাখার কল‌্যাণী ঘোষপাড়া স্টেশনের কাজ শেষ হওয়ায় এই সিদ্ধান্ত। কল‌্যাণী ঘোষপাড়া স্টেশনের পাশেই রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। প্রচুর পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকারা এই স্টেশন ব্যবহার করেন। এছাড়া সতীমায়ের মেলার জন‌্য অতি পরিচিত এই স্টেশন। স্টেশনের উন্নয়নে সকলের যাতায়াতকে আরও মসৃণ করে তুলবে বলে ধারণা রেলকর্তাদের।
  • Link to this news (প্রতিদিন)