আজকাল ওয়েবডেস্ক: আম কুড়ানো। যে বা যাঁরা বেড়ে উঠেছেন গ্রামে, মফঃস্বলে, এমনকি শহরেও কিছু জায়গায়, তাঁরা জানেন, কালবৈশাখীর ঝড় উঠলেই আম বাগানের দিকে ছুটে যাওয়ার ঝোঁক। গোটা গ্রীষ্ম ধরে আম গাছের দিকে উঁকিঝুঁকি থাকে সকলেরই। তবে আম কুড়োতে গিয়েই বিপত্তি যুবকের। পাহারাদের মার, মৃত্যু।
নৈহাটি শিবদাসপুরে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় বন্ধুদের সঙ্গে একটি আম বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়োতে যায় কাঁচরাপাড়ার বাসন্তী তলার বাসিন্দা সুদীপ্ত। সুদীপ্ত পণ্ডিত, বয়স ১৭।
সেই বাগানে পাহারায় ছিলেন শেখ ফারহাদ মন্ডল নামে এক ব্যক্তি। স্থানীয় সূরে খবর, সুদীপ্ত আমগাছের কাছে যেতেই, তাকে ধরে ফেলেন পাহারাদার শেখ ফারহাদ । শুরু হয় মারধর। পরিস্থিতি বেগতিক দেখে চম্পট দেয় সুদীপ্তর বাকি বন্ধুরাও। জানা গিয়েছে, গুরুতর জখম সুদীপ্তকে নৈহাটির এস জি হসপিটালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয়েছে সুদীপ্তর।
বাগানের পাহারাদার ফারহাদকে গ্রেপ্তার করেছে শিবদাসপুর থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এই ঘটনার পর উত্তেজিত জনতা ফারহাদ মণ্ডলের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর। তিনি বলেন, 'এই ঘটনা আমরাও মেনে নিতে পারছি না। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের শনাক্ত করার চেষ্টা করছি।' এর সঙ্গে আরও কেউ অপরাধী আছে কি না তা খোঁজার চেষ্টা করছে পুলিশ জানালেন অজয় ঠাকুর।