এভারেস্ট ছুঁয়ে ফেরা হল না ঘরে, মৃত্যু রানাঘাটের সুব্রতর
আজকাল | ১৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রানাঘাটের খিরকি বাগান লেনের সুব্রত ঘোষ। ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি তাঁর ভীষণ নেশা। করোনা অতিমারীর সময়েও রওনা দিয়েছিলেন পাহাড়ের দিকে। এবার রওনা দিয়ে ছুঁয়ে ফেলেছিলেন এভারেস্ট। কিন্তু উচ্ছ্বাস নিয়ে ফেরা হল না ঘরে। এভারেস্ট জয় করে নিচে নামার সময় মৃত্যু হল নদিয়ার রানাঘাটের স্কুল শিক্ষকের।
সুব্রত যে সংস্থার সঙ্গে পাড়ি দিয়েছিলেন এভারেস্টের উদ্দেশে, তাদের পক্ষ থেকেই সুব্রতর মৃত্যুর খবর জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
গত ৩১মার্চ রানাঘাট থেকে এভারেস্টের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুব্রত। গত পরশুদিন রাত সাড়ে দশটা নাগাদ ক্যাম্প ফোর থেকে রওনা দিয়ে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পৌঁছন। সহযোগী ছিলেন নদীয়ার আরও এক স্কুল শিক্ষিকা রুম্পা দাস। তিনিও অসুস্থ, রয়েছেন অক্সিজেন সাপোর্টে।
আচমকা খারাপ আবহাওয়ার কারণে শারীরিক অসুস্থতা বোধ করায় নিচে নামার পথে সুব্রতর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। জানা গিয়েছে, চার নম্বর বেস পৌঁছনোর সময় শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর। যে শেরপা তাঁকে নিয়ে রওনা দিয়েছিলেন তিনি ফিরে এসে জানিয়েছেন সুব্রত ঘোষ মৃত, যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি বলেই জানা গিয়েছে।
সুব্রতর মৃত্যুর খবরে প্রতিবেশী এবং বাড়ির সদস্যরা শোকাতুর।