মেডিক্যাল কলেজে উদ্ধার ঝুলন্ত দেহ, আত্মহত্যা? তদন্ত করছে পুলিশ ...
আজকাল | ১৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাসপাতাল চত্বরে দেহ উদ্ধার। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট না হলেও, ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর কারণ স্পষ্ট করতে, তদন্ত চালাচ্ছে পুলিশ।
ঘটনাস্থল কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ চত্বর। সেখানেই উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম এস.কে শাহজাহান (২৪)। বাড়ি মালহের গোবিন্দপুর এলাকায়। ওই যুবক কোচবিহার মেডিক্যাল কলেজ বিল্ডিং-এর কাজের সুপার ভাইজার পদে নিযুক্ত ছিলেন।
গতকাল গভীর রাতে কলেজ বিল্ডিংয়ের পাঁচতলার ঘরে সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। যদিও এবিষয়ে কোচবিহার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি।