আচমকাই ফরাক্কা ব্যারেজ ঘিরে ফেলল সেনা, এল কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ ...
আজকাল | ১৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও উত্তেজনার মাত্রা কিন্তু এখনও পুরোপুরি হ্রাস পায়নি। এই পরিস্থিতিতে শুধু সীমান্তবর্তী এলাকাই নয়, দেশের আভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা হল। পাশাপাশি যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তৈরি সুরক্ষা বাহিনী।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গের সংযোগকারী ফরাক্কা ব্যারেজ অঞ্চলকে আরও সুরক্ষিত করার জন্য আয়োজন করা হলো 'মাল্টি এজেন্সি মক এক্সারসাইজ'। শুক্রবার সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সিআইএসএফ, বিএসএফ, আইবি, স্থানীয় পুলিশ, সরকারি হাসপাতালের আধিকারিক, ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর জওয়ানরা। ফরাক্কা ব্যারেজের মতো গুরুত্বপূর্ণ এই অঞ্চলে যাতে কোনও ধরনের নাশকতামূলক কার্যকলাপ না ঘটে সেই দিকে নজর দেওয়ার জন্যই এই মহড়া বলে জানানো হয়েছে। এছাড়া যেকোনও ধরনের আপৎকালীন পরিস্থিতিতে প্রত্যেকটি এজেন্সি একসঙ্গে কীভাবে সমন্বয় রেখে কাজ করবে তার প্রশিক্ষণও দেওয়া হল এখানে।
এদিন সিআইএসএফ-এর সিনিয়র কমান্ড্যান্ট মুকেশ কুমার জানান, 'উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংযোগ রক্ষাকারী ফারাক্কা ব্যারেজ খুবই গুরুত্বপূর্ণ এলাকা । এখানে কোনও ধরনের অশান্তির পরিস্থিতি তৈরি হলে তা আমাদের দেশের পক্ষে খুবই ক্ষতিকর। তাই এখানকার সুরক্ষা আগের থেকে মজবুত করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র সীমান্তবর্তী অঞ্চলই যে গুরুত্বপূর্ণ তা নয়। দেশের ভেতরেও এমন অনেক অঞ্চল রয়েছে যা খুবই স্পর্শকাতর। সেইসব অঞ্চলের সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।' এর পাশাপাশি মুকেশ কুমার এলাকাবাসীর কাছে সহযোগিতার জন্য আবেদন জানিয়ে বলেন , 'এখানকার স্থানীয় লোকজন যদি ফরাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায় কোনও ধরনের সন্দেহজনক গতিবিধি দেখতে পান তাহলে তৎক্ষণাৎ তা সুরক্ষা এজেন্সিগুলোকে জানানোর আবেদন রাখছি আমরা।'
সিআইএসএফ সূত্রের খবর, ফরাক্কা ব্যারেজের সুরক্ষাকে আরও মজবুত করতে আগের থেকে বেশি সংখ্যক সিআইএসএফ জওয়ান নিয়োগ করার পাশাপাশি যে সমস্ত এলাকাগুলোতে নিরাপত্তার অল্প কিছু ফাঁকফোকর ছিল সেখানে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে । সেই সঙ্গে শুরু হয়েছে 'ডেইলি পেট্রোল' ।