দুর্গাপুজোর দশমীতে সিঁদুর খেলা প্রায় সকলেই দেখেছেন। সেখানে মহিলাদের একে অপরকে সিঁদুর পরাতেও দেখা যায়। সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় বহু মহিলার সিঁদুর মুছে গিয়েছে। আর তারপরেই হামলার বদলা হিসেবে অপারেশন সিঁদুর অভিযান করে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া অবস্থানে দিশেহারা জঙ্গিরা। অপরাশেন সিঁদুরের সেই সাফল্যই এবার উদযাপন করলেন বিজেপি কর্মীরা।
মহিলাদের সিঁদুর পরিয়ে ও ছোটদের মিষ্টিমুখ করিয়ে করা হল উদযাদপন। দমদমের একটি স্কুলের সামনে মহিলা পড়ুয়াদের মায়েদের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন বিজেপির মহিলা কর্মীরা। আর পড়ুয়াদের হাতে মিষ্টি ও ভারতের জাতীয় পতাকা তুলে দিলেন বিজেপির কর্মীরা। এই অভিযানের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও দেওয়া হয় বিজেপির মহিলা কর্মীদের পক্ষ থেকে।
বিজেপির এক কর্মী বলেন, যাঁদের বলা হয়েছিল তাঁরা কালমা পড়তে পারেন কি না, তাঁদের নরেন্দ্র মোদী মহাভারত দেখিয়ে দিয়েছেন। আর তারই প্রতীক হিসেবে এই উদযাপন। ওই বিজেপি কর্মী আরও বলেন, এটাই নিউ ইন্ডিয়া, নতুন ভারতবর্ষের এটাই রূপ।