নিরুফা খাতুন: গরমে নাজেহাল আমজনতা। দিন বাড়লে সূর্যের তাপে পুড়ছে বাংলা। তবে বৃহস্পতিবার রাতে রাজ্যের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ও কাল দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রপাত শিলাবৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাকি জেলাতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সকালের দিকে গরম থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে বলেই পূর্বাভাস। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.১ ডিগ্রি বেশি। গতকাল বৃহস্পতিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার পর্যন্ত মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওড়া বইবে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ছয় জেলায়।