• জন্মের ‘ভুয়ো’ শংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন, কলকাতায় গ্রেপ্তার উত্তরপ্রদেশের যুবক
    প্রতিদিন | ১৬ মে ২০২৫
  • অর্ণব আইচ: ফের ভুয়ো জন্মশংসাপত্র দেখিয়ে পার্সপোটের জন্য আবেদন! কলকাতার গার্ডেনরিচ থেকে গ্রেপ্তার উত্তরপ্রদেশের যুবক। তথ?্য যাচাই করতে গিয়ে জানা যায় জমা দেওয়া শংসাপত্র আদতে ভুয়ো। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে যুবক গ্রেপ্তার হয়েছে। ধৃতকে আদালতে পেশ করা হবে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম এহসাহান খান। অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। থাকছিলেন কলকাতার গার্ডেনরিচে। গোসাবা এলাকা থেকে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করে পাসপোর্টের জন্য আবেদন করে যুবক। তথ্য যাচাই করার সময় শংসাপত্র দেখে সন্দেহ হওয়ার পরই পুলিশ গ্রেপ্তার করে এহসাহানকে।

    এদিকে, পাসপোর্ট মামলায় ধৃত আজাদ মল্লিকের বিরুদ্ধে আরও একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, গত ২০১৩ সালে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে পাক নাগরিক আজাদ। নিজের ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে আজাদ খরচ করেছিল ১ লক্ষ টাকা। প?্যান, ভোটার ও আধার কার্ড তৈরি করে দিতে আজাদ। আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের হয়ে কাজ করত একাধিক এজেন্ট ও সাব এজেন্ট। এখনও পর্যন্ত অন্তত ১০০ জন বাংলাদেশি নাগরিকের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিয়েছে আজাদ। শুধু বাংলাদেশিদের জন‌্যই নয়, আজাদ মল্লিক পাকিস্তানিদের জন‌্য জাল পাসপোর্ট তৈরি করে দিত, এমনই অভিযোগ গোয়েন্দাদের। সেই সূত্র ধরে আজাদের সঙ্গে পাক চর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যে প্রত‌্যক্ষ যোগাযোগ ছিল, সেই ব‌্যাপারে গোয়েন্দারা অনেকটাই নিশ্চিত।

    বিরাটি থেকে আজাদকে গ্রেপ্তারির পর ইডি প্রথমে জানতে পারে, আজাদ মল্লিক বাংলাদেশি। কিন্তু পরে ইডি আধিকারিকরা একটি পাক ড্রাইভিং লাইসেন্স দেখে নিশ্চিত হন আজাদ মল্লিকের আসল নাম আজাদ হোসেন। আসলে সে পাকিস্তানি। পাসপোর্ট এই বিষয়ে তদন্ত করতে পারে এনআইএ।
  • Link to this news (প্রতিদিন)