• সব্যসাচী দত্তের পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম, বললেন..
    হিন্দুস্তান টাইমস | ১৬ মে ২০২৫
  • বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিধাননগর পুরনিগমের তৃণমূলি কাউন্সিলর সব্যসাচী দত্তের পাশেই দাঁড়ালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়েই সেখানে গিয়েছিলেন সব্যসাচী। কাউন্সিলর হিসাবে সঠিক কাজই করেছেন তিনি।

    বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনস্থলে গিয়ে পৌঁছন সব্যসাচী। সঙ্গে ছিল তাঁর কিছু অনুগামী গুন্ডা। সব্যসাচীকে দেখে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন চাকরিহারারা। তখন শিক্ষকদের ওপর হামলা চালায় সব্যসাচীর সঙ্গে থাকা মস্তানরা। এমনকী শিক্ষকদের মোটরসাইকেলের হেলমেট দিয়ে মারা হয়। এর পর সব্যসাচীর ক্ষোভ গিয়ে পড়ে সাংবাদিকদের ওপর। এবিপি আনন্দ ও টিভি নাইন বাংলার সাংবাদিকদের ক্যামেরার সামনে হেনস্থা করেন তিনি। তাঁর অভিযোগ, সাংবাদিকরাই সেখানে উত্তেজনা তৈরি করছে। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে সমাজের বিভিন্ন মহলে। তবে তাতে থোড়াই কেয়ার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের।

    সব্যসাচীর পাশে দাঁড়িয়ে তিনি এদিন বলেন, ‘সব্যসাচী দত্ত ওখানকার কাউন্সিলর। ওখানকার মানুষের অসুবিধা হচ্ছে। লোকাল মানুষ প্রতিবাদ করলে কাউন্সিলরকেও আসতে হবে। লোকাল মানুষ প্রতিবাদ করছে যে আপনারা রাস্তা আটকে রেখে দিয়েছেন। আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে? সে লোকাল মানুষের পাশে দাঁড়াবে না? লোকাল মানুষের অসুবিধার কথা বলবে না? লোকাল মানুষের অসুবিধা নিবারণ করার চেষ্টা করবে না?’

    শুধু ফিরহাদ নয়, এদিন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, ‘সব্যসাচী দত্তকেই বৃহস্পতিবার হেনস্থা করা হয়েছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)