• প্য়ানেল বাতিলের পর পুরোনো চাকরিতে ফিরতে চাইছেন অনেকেই, জমা ৪০০ আবেদন
    হিন্দুস্তান টাইমস | ১৬ মে ২০২৫
  • একদিকে যখন বিকাশ ভবনের সামনে খোয়া যাওয়া চাকরি সসম্মানে ফেরত পেতে আন্দোলনের ধার লাগাতার বাড়াচ্ছেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষক শিক্ষিকারা, তখনই সামনে এল অন্য এক ছবি! যাঁরা অন্য কোনও সরকারি ছেড়ে স্কুলের চাকরির জন্য আবেদন করেছিলেন, এবং এসএসসি-র ২০১৬ সালের প্যানেলভুক্ত হয়ে স্কুলে চাকরি পেয়েছিলেন, তাঁদের একটা বড় অংশই ফিরে যেতে চাইছেন পুরোনো চাকরিতে।

    সংবাদে প্রকাশ, ইতিমধ্যেই পুরোনো চাকরিতে ফেরার আবেদন জানিয়ে রাজ্য শিক্ষা দফতরের দ্বারস্থ হয়েছেন অন্য চাকরি ছেড়ে স্কুলে চাকরি করতে আসা এবং বর্তমানে চাকরিহারা ওই শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা। দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এমন অন্তত ৪০০ আবেদন জমা পড়েছে তাদের কাছে। এবং এই সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

    শিক্ষা দফতর সূত্রে আরও জানা গিয়েছে, প্রত্যেকটি আবেদনই খতিয়ে দেখা হচ্ছে। আবেদনকারীরা স্কুলের চাকরিতে যোগ দেওয়ার আগে কে, কোথায় চাকরি করতেন, তা যাচাই করা হচ্ছে। এই আবেদনকারীদের মধ্যে একটা অংশ আবার আগে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। পরে তাঁরা মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিকস্তরের স্কুলে যোগ দেন। শোনা যাচ্ছে, চাকরি হারিয়ে এঁরা সকলেই এবার প্রাইমারি স্কুলের পুরোনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন জানিয়েছেন।

    উল্লেখ্য, সুপ্রিম কোর্ট যখন এসএসসি-র ২০১৬ সালের প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল, সেই সময় আদালত জানিয়েছিল, যাঁরা অন্য কোনও রাজ্য সরকারি দফতরের চাকরি ছেড়ে স্কুলের চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁরা চাইলে তাঁদের পুরোনো অফিসে বা কাজে ফেরত যেতে পারেন। সেক্ষেত্রে তিনমাসের মধ্যে তাঁদের পুরোনো চাকরিতে ফের বহাল করতে হবে। এবং তাঁদের ক্ষেত্রে কোনও সার্ভিস ব্রেক হবে না।

    আদালতের এই নির্দেশ মাথায় রেখেই চাকরিহারাদের একাংশ আন্দোলনের পথে না হেঁটে পুরোনো চাকরি ফিরে পাওয়ার চেষ্টা করছেন। যাতে তাঁদের চাকরি বাতিলের ফলে পুরো পরিবারকে পথে বসতে না হয়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)