• 'পাকিস্তানের ডিম বাসায় ফেটে গেছে'
    হিন্দুস্তান টাইমস | ১৬ মে ২০২৫
  • পহলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতের অপারেশন সিঁদুরের সাফল্যে ফের একবার উচ্ছ্বাস প্রকাশ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে তিনি বলেন, আধুনিক ভারত কতটা শক্তিশালী তা অপারেশন সিঁদুরে দেখেছে গোটা বিশ্ব।

    তিনি বলেন, ‘এই ঐতিহাসিক বিজয় নিয়ে পুরো সমাজ আনন্দিত, গর্বিত। প্রথম দিকে লোকে বুঝতে পারেনি যে পাকিস্তানের কতটা ঘা হয়েছে। আমরাও একটু হতাশ হয়েছিলাম যে হঠাৎ কেন যুদ্ধ বন্ধ হয়ে গেল। কিন্তু আমরা দেখেছি যে যুদ্ধ বন্ধ করার পিছনে অনেক বড় একটা কারণ আছে। পাকিস্তানের ডিম বাসাতেই ফেটে গেছে। সারা দুনিয়া চিন্তিত, তাই দুনিয়ার অনুরোধে ভারতবর্ষ যুদ্ধ বন্ধ করেছে সাময়িকভাবে। তার মধ্যে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে, ঐতিহাসিক কালে এরকম হয়নি। পাকিস্তানের পিছনে যারা ছিল তাদেরও ঘা হয়ে গেছে। আধুনিক ভারতের শক্তি কতটা সারা দুনিয়া দেখেছে। তাই ইতিমধ্যে ১৭টা দেশ ব্রহ্মস কেনার জন্য অর্ডার দিয়ে দিয়েছে। আর চিনের অস্ত্র কারখানা ধড়াম করে পড়ে গেছে। কারণ সবই দু’নম্বরি। আমার মনে হয় এর পর পাকিস্তান আর এরকম দুঃসাহস করবে না। কারণ এই ঘা শুকাতে অনেক সময় লাগবে।’

    চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে দিলীপবাবু বলেন, ‘শিক্ষকদের জলে ফেলে দেওয়া হয়েছে। আজ তাদের স্কুলে বসে ছাত্র পড়ানোর কথা। এই গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট, তার ওপরে পুলিশের অত্যাচার এই দুটোই খুব অমানবিক, আর এটা করতে হচ্ছে। তারা সব ব়্যাঙ্ক করা স্টুডেন্ট। এই সব উৎকৃষ্ট শিক্ষকদের ক্লাসরুম না দিয়ে আমরা রাস্তায় বসিয়ে দিয়েছি।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)