আজকাল ওয়েবডেস্ক: টোটো চালাতে চালাতে হঠাৎই চালকের পা থেকে খুলে গেল জুতো। আর সেই জুতো রাস্তা থেকে তুলতে গিয়ে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত রূপপুর-বাণী সংঘ ক্লাবের কাছে। টোটো দুর্ঘটনায় আহত একটি প্রাথমিক বিদ্যালয়ের সাতজন পড়ুয়াকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর সকল ছাত্রছাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে এক টোটো চালক স্থানীয় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কয়েকজন ছাত্র-ছাত্রীকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। টোটোটি যখন রুপপুর এলাকার কাছাকাছি ছিল তখন কোনও কারণে টোটো চালকের পা থেকে জুতো খুলে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাড়াহুড়োতে ওই টোটো চালক নিজের গাড়িকে হ্যান্ডব্রেকের সাহায্যে দাঁড় না করিয়ে ছুটে নিজের জুতোটি কুড়িয়ে নিতে যান।
বিশ্বজিৎ হাজরা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,' ওই টোটোতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সাতজন পড়ুয়া ছিল। টোটোচালক হ্যান্ডব্রেক না লাগিয়ে যখন নিজের জুতো সংগ্রহ করতে যান তখন কোনও একজন পড়ুয়া হঠাৎ করেই টোটোটির অ্যাক্সেলারেটর জোরে ঘুরিয়ে দেয়।' তিনি বলেন,'ঘটনার সময় টোটোটিতে চাবি লাগানো ছিল এবং 'অন মোডে' ছিল। অ্যাক্সেলারেটর ঘুরিয়ে দেওয়ার ফলে টোটোটি চলতে শুরু করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঠিক পাশে নয়ানজুলিতে পড়ে যায়।' ছাত্র-ছাত্রীদেরকে নয়ানজুলিতে পড়ে যেতে দেখে এলাকার বাসিন্দারা দ্রুত উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে আসেন কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, কান্দি থানার আইসি মৃনাল সিনহা-সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক। সকলের তৎপরতায় টোটোতে আটকে পড়া ছাত্রছাত্রীদের বের করা হয় এবং নয়ানজুলি থেকে টোটোটিকে তোলা হয়।