জেলা সভাপতির পদ থেকে সরলেন অনুব্রত, বীরভূমে দল চালাবে 'কোর কমিটি'...
আজকাল | ১৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জেলা সভাপতির পদ থেকে সরানো হল অনুব্রত মণ্ডলকে। শুক্রবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বীরভূম জেলার সভাপতি হিসেবে তাঁর নাম নেই। তালিকা অনুযায়ী জেলা চালাবে নয় সদস্যের কোর কমিটি। যদিও এই কমিটিতে অনুব্রত রয়েছেন। তালিকা অনুযায়ী অনুব্রত ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিজিৎ সিনহা, আশিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষ। এছাড়াও সাংসদরা এই কমিটির 'এক্স অফিসিও' সদস্য হিসেবে আছেন।
বীরভূমে দলীয় চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির অন্যতম সদস্য আশিস ব্যানার্জিকেই। দলে দীর্ঘদিনের কর্মী আশিস রামপুরহাট বিধানসভার বিধায়ক এবং বিধানসভায় ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব সামাল দিচ্ছেন। পরিচ্ছন্ন এবং ভদ্র হিসেবেও এলাকায় পরিচিতি রয়েছে তাঁর। এছাড়াও আরও কিছু কিছু জায়গায় জেলা স্তরে পরিবর্তন আনা হয়েছে। গঙ্গার অপর পাড়ে হাওড়ায় শহর এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীকে। এই পদে ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। পরিবর্তন আনা হয়েছে শহর তৃণমূলের চেয়ারপার্সন পদেও। এই পদে ছিলেন লগনদেও সিং। তাঁকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী ও মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে।
বীরভূমের পাশাপাশি উত্তর হাওড়াতেও দলীয় কাজ পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি। বারাসত সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি ও চেয়ারপার্সনের সঙ্গে দার্জিলিং সমতলের সভাপতির নাম পরে ঘোষণা করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, মালদায় দলের চেয়ারপার্সন করা হয়েছে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালী সরকারকে।
প্রসঙ্গত, আগামী বছরেই রাজ্যে বিধানসভা ভোট। আগামীদিনে যদি দলের তরফে কোনও নতুন সিদ্ধান্ত না নেওয়া হয় তবে জেলায় এই নেতৃত্বের কাঁধেই থাকবে ভোট বৈতরণী পার করানোর কাজ।