আগামী দু-তিন ঘণ্টার রাজ্যের তিন জেলায় বজ্রপাত-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া-ও...
আজকাল | ১৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগামী কয়েক ঘণ্টায় রাজ্যের তিন জেলা বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার রাতের বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে যে, রাত ৮টার পর ২-৩ ঘন্টা মানদা, মুর্শিদাবাদ ও বীরভূমের বেশিরভাগ অংশে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে বইবে ঝোড়ো হওয়া। বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় ৪০-৫০ কিমি।
হাওয়া অফিস আগেই জানিয়েছে যে,, আগামী ২২ মে পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সম্ভাবনা।
দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিনে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী চারদিন জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী দু’ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার কোনও হেরফের না হলেও, তার পরের দিন গুলিতে গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রা কমতে পারে দু-তিন ডিগ্রি পর্যন্ত।
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, কোচবিহার, দুই দিনাজপুরেও আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। ১৮ থেকে ২০ মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা।