• বিনাদোষে পাঁচ-ছ’ শ মানুষকে আটকে গণতান্ত্রিক আন্দোলন চলতে পারে না, জানাল পুলিশ ...
    আজকাল | ১৭ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ধাক্কা মেরে দরজা ভেঙে উল্লাস। পুলিশকে টেনে লাথি-ঘুসি। গণতান্ত্রিক আন্দোলনের নামে বিকাশ ভবনে চলা তাণ্ডবের বিস্তারিত চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার রাতে আন্দোলনের নামে যা ঘটেছে বিকাশ ভবনের সামনে তা গণতান্ত্রিক আন্দোলন বলে স্বীকার করতে নারাজ পুলিশ।

     এদিন সাংবাদিক বৈঠক থেকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানালেন পুলিশ প্রথম থেকে শেষ পর্যন্ত পুলিশ ধৈর্য্য রেখেছিল। কিন্তু কারওর অধিকার নেই অন্যদের জোর করে আটকে রাখা। বিকাশ ভবনে ৫০০-৬০০ কর্মীকে আটকে রেখেছিলেন প্রতিবাদীরা। প্রতিবাদীদের বারংবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা কাউকে ছাড়েননি। ভিতরে তখন আটকে পড়েছেন সন্তানসম্ভবা মহিলা, বাড়িতে একা অসুস্থ মা-কে ফেলে আসা সন্তান। তাঁরা যদি মরিয়া হয়ে বাড়িতে ফিরতে চান, তাতে কী অন্যায়। সেই প্রশ্ন তোলার পাশাপাশি, সাংবাদিক বৈঠক থেকে তাঁরা বললেন, কোনও গণতান্ত্রিক আন্দোলন এমন হতে পারে না। শেষ পর্যন্ত আর কোনও উপায় না দেখে পুলিশকে সামান্য বলপ্রয়োগ করতে হয়েছে। তাতে পুলিশেরও ১৯ জন আহত হয়েছেন।  

     বৃহস্পতিবার, উত্তপ্ত হয় বিকাশ ভবন চত্বর। রাতের দিকে পরিস্থিতি আরও জটিল হয়। চাকরিহারাদের সরিয়ে আটকে পড়া কর্মীদের বের করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৯জন পুলিশ। শুক্রবার এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁরা সাফ জানালেন, কোনওভাবেই বিকাশ ভবনের ঘটনায় পুলিশের বল প্রয়োগের উদ্দেশ্য ছিল না। একমাত্র উদ্দেশ্য ছিল, বিকাশ ভবনের ভিতরে আটকে পড়া কয়েকশ কর্মীকে নিরাপদে বাড়ি ফেরার জন্য অফিস থেকে বের করা। 

    সুপ্রতিম সরকার এদিন বলেন, পুলিশ প্রথমে চাকরিহারাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি দেখিয়েছিল। শান্তিপূর্ণ আন্দোলনে কোনও বাধা ছিল না। সচেতনভাবেই কিছু করেনি পুলিশ।  কিন্তু ৭ ঘণ্টা ধরে, বহুবার অনুরোধ করার পরেও যখন আন্দোলনকারীরা নমনীয় মনোভাব দেখাননি, তখন পুলিশ সচেষ্ট হয় বিনাদোষে আটকে থাকা কর্মীদের বাড়ি ফেরাতে।

    সুপ্রতিম সরকার এদিন স্পষ্ট বলেন, ‘৭ ঘণ্টা-হাজার অনুরোধের পর, মানুষকে বিনা দোষে আটক করে রাখা হলে, তখন সেই আন্দোলন গণতান্ত্রিক থাকে না, শান্তিপূর্ণ থাকে না।‘ একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, পুলিশের যদি বলপ্রয়োগের উদ্দেশ্য থাকত, তাহলে বলপ্রয়োগ করত গেট ভাঙার সময়েই। সঙ্গেই সাফ জানানো হয়, গোটা ঘটনায় পুলিশ প্রতিটি ‘প্রটোকল’ মেনে পদক্ষেপ নিয়েছে।
  • Link to this news (আজকাল)