ডেটা সায়েন্স থেকে গণিত—ক্যালকাটা ম্যাথেমেটিক্যাল সোসাইটির উদ্যোগে শুরু ছাত্রছাত্রীদের বিশেষ ইন্টার্নশিপ, উপস্থিত থাকবেন এস এন ইউ-র উপাচার্য...
আজকাল | ১৭ মে ২০২৫
আজকাল ওয়েব ডেস্ক: জাতীয় শিক্ষা নীতির (NEP-2020) আওতায় ক্যালকাটা ম্যাথেমেটিক্যাল সোসাইটির উদ্যোগে শুরু হচ্ছে এক মাসব্যাপী বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম। দেশের বিভিন্ন কলেজের গণিত ও পদার্থবিদ্যার ১৫৫ জন স্নাতকস্তরের ২য় ও ৪র্থ সেমিস্টারের ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ১৩৪ জন গণিত এবং ২১ জন পদার্থবিদ্যার ছাত্রছাত্রী।
এই ইন্টার্নশিপে মেন্টর হিসেবে থাকছেন প্রায় ২৫ জন বিশিষ্ট অধ্যাপক, যাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে এসেছেন এবং ক্যালকাটা ম্যাথেমেটিক্যাল সোসাইটির আজীবন সদস্য। এই বিশাল কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৭ই মে, ২০২৫ দুপুর ১২টায়, সোসাইটির নিজস্ব প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছাত্রছাত্রী, মেন্টর, কাউন্সিল মেম্বার, কো-অর্ডিনেটর, সোসাইটির সম্পাদকমণ্ডলী, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সভাপতি এবং সভাপতি।
উদ্বোধনী ভাষণ দেবেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। পাশাপাশি, এক আন্তর্জাতিক ব্যাংকের বিশিষ্ট প্রতিনিধি ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করবেন।
এই ইন্টার্নশিপ অনুষ্ঠানের সঞ্চালনা ও সূত্রধরের দায়িত্বে রয়েছেন ডা. বাপ্পা দাস, (বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও সোসাইটির কাউন্সিল সদস্য), অনুষ্ঠানের সাফল্যের জন্য আগাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকল অংশগ্রহণকারী, সদস্য, কর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি।