বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। সূত্রের খবর, এক চাকরিহারা শিক্ষক আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনিই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।
বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল ‘যোগ্য’ চাকরিহারারা। সকাল থেকেই উত্তেজনা ছিল। রাতের দিকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করায় পরিস্থিতি আরও বেগতিক হয়। এই ঘটনায় বহু প্রতিবাদী গুরুতরভাবে আহত হয়েছেন বলে দাবি চাকরিহারাদের। এই ঘটনার প্রতিবাদের শুক্রবার গোটা রাজ্যজুড়ে ইতিমধ্যে ‘ধিক্কার দিবস’ পালন করেছেন ওই প্রতিবাদী চাকরিহারারা।
শুক্রবারও একদল চাকরিহারা বিকাশ ভবনের সামনে পুলিশি ব্যারিকেড সরিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ তখনই হস্তক্ষেপ করে এবং আন্দোলনকারীদের পেছনে হটিয়ে দেয়। এদিকে বৃহস্পতিবার রাতে গুরুতর লাঠিচার্জের দাবি স্বীকার করেনি পুলিশ। পুলিশের দাবি, আন্দোলনকারীদের একাংশের তরফে পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করতে বাধ্য হয়।
পুলিশের সাফ বক্তব্য, শুরু থেকেই পুলিশ ধৈর্য-সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে। পরে আটকে থাকা ৬০০ মানুষকে অবরুদ্ধ অবস্থা থেকে বের করতে যেটুকু বলপ্রয়োগ একান্ত জরুরি, সেটাই করা হয়েছে। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকে এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এবং এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার জানান, বৃহস্পতিবারও পুলিশ শুধু আটকে থাকা মানুষজনকে উদ্ধার করতে গিয়েছিল। আন্দোলনে পুলিশ কোনও বাধা দেয়নি।