প্রদ্যুত্ দাস: উত্তরবঙ্গে সমবায় নির্বাচনে ফুটল ঘাসফুল! জলপাইগুড়ির বানারহাটে ভাটিয়াপাড়ায় সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। ভোটে প্রার্থীই দিতে পারল না বিজেপি।
ভাটিয়াপাড়ায় সমবায় সমিতি আসনসংখ্যা ৬। সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। কিন্তু শেষপর্যন্ত আর ভোটাভুটির দরকার পড়ল না। কারণ, একটি আসনে শাসকদলের বিরুদ্ধে প্রার্থীই দিতে পারল না বিজেপি। আজ. শুক্রবার দলের প্রার্থীদের জয়ী ঘোষণা পর সবুজ আবিরে মেখে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা।
স্থানীয় শালবাড়ী-২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল প্রধান কবির হোসেন বলেন, 'পরাজয়ের ভয়ে বিজেপি প্রার্থী দিতে পারিনি। আমরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে যে জয়ী হতে চলেছি তারই প্রমাণ সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জয়'।
এদিকে ছাব্বিশে আগে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটল তৃণমূলে। জলপাইগুড়ি ন্য জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল হলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। আর তৃতীয়বারের জন্য জেলা সভানেত্রী হলেন মহুয়া গোপই। তাঁরা জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলায় বিজেপিকে গোহারা হারানোয় টার্গেট। এজন্য দলের কর্মীদের জোরকদমে মাঠে নেমে পড়তে বলা হয়েছে।