নতুন জেলা সম্পাদককে নাপসন্দ! মীনাক্ষীর সামনেই বাকবিতণ্ডা, পুরুলিয়ায় ‘বিদ্রোহী’ DYFI
প্রতিদিন | ১৭ মে ২০২৫
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: জেলা সম্পাদক ও সভাপতি নির্বাচন নিয়ে রীতিমতো বিদ্রোহের আঁচ পুরুলিয়ায়। জেলার ডিওয়াইএফআই সদস্যরা অত্যন্ত ক্ষুব্ধ। যার জেরে পুরুলিয়াতে সিপিএমের যুব সংগঠনের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এল! বৃহস্পতিবার পুরুলিয়া জেলা ডিওয়াইএফআই কনভেনশনে সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহার সামনেই প্রবল বাকবিতণ্ডা চলল। কিন্তু কী নিয়ে এত বিদ্রোহ লাল পার্টির যুব সংগঠনে?
জানা যাচ্ছে, পার্টির সিদ্ধান্ত অনুযায়ী পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়। জেলা কমিটির ৪৮ জন সদস্যের মধ্যে ৯ জন সদস্য তুমুল বিরোধিতা করেন। যদিও সর্বশেষ দলের সিদ্ধান্তেই সিলমোহর পড়ে। ডিওয়াইএফআই-এর পুরুলিয়া জেলা কমিটির সভাপতি হন এসএফআই থেকে সদ্য অব্যাহতি পাওয়া সুব্রত মাহাতো। তিনি এসএফআইয়ের পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক ছিলেন। পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক হন চিরঞ্জিত মুখোপাধ্যায়। সিপিএম যুব সংগঠন সূত্রে জানা গিয়েছে, একেবারে তরুণ সুব্রত মাহাতোকে ডিওয়াইএফআই-এর জেলা সভাপতি পদে বসানো নিয়েই যত আপত্তি এবং ঝামেলার সূত্রপাত।
বৃহস্পতিবার কনভেনশন হয় পুরুলিয়া শহরে সিপিএমের কৃষক ভবনে। ডিওয়াইএফআই সূত্রে জানা গিয়েছে, সংগঠনের জেলা কমিটির বেশ কয়েকজন সদস্য সভাপতিকে পছন্দ না হওয়ায় পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের কথা স্বীকার করতে চাইছে না সংগঠন-সহ সিপিএম। দলীয় তরফে যুব সংগঠনের দেখভালের দায়িত্বে থাকা সিপিএমের পুরুলিয়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শ্যামল মাহাতো বলেন, “সভাপতি, সম্পাদক নিয়ে বিভিন্ন মত বিনিময় হয়। আলোচনার ভিত্তিতে সবকিছু ঠিক হয়েছে। কোথাও কোনও সমস্যা নেই।”
দেড় বছর আগে ২০২৪ সালের মার্চ মাসের আড়শায় জেলা কমিটির সম্মেলন ছিল। ওই সম্মেলনে কমিটি গঠন নিয়ে ঝামেলায় পুরুলিয়া জেলা কমিটি গঠন না হওয়ায় অ্যাডহক কমিটি করে কাজ চলছিল। আহ্বায়ক ছিলেন বর্তমানে সভাপতি চিরঞ্জিত মুখোপাধ্যায়। লোকসভা ভোট মিটে গেলে কমিটি তৈরি করার চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। আগামী ২১ থেকে ২৩ জুন মুর্শিদাবাদে সংগঠনের রাজ্য সম্মেলন রয়েছে। সেই রাজ্য সম্মেলনের কথা মাথায় রেখেই তড়িঘড়ি জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার সেই কারণেই কনভেনশন ছিল। পুরুলিয়ায় ওই যুব সংগঠনে গোষ্ঠী কলহের কারণে সম্পাদক, সভাপতি না হওয়ায় রাজ্য কমিটিতে নানা প্রশ্ন উঠেছিল। এ বিষয়ে দলেও আলোচনা হয়। সেই কারণেই সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও সভাপতি ধ্রুবজ্যোতি সাহা পুরুলিয়ার কনভেনশনে আসেন।