• এভারেস্ট জয় করলেন বাঙালি পর্বতারোহী সৌমেন সরকার
    আজকাল | ১৭ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এভারেস্ট জয় করলেন সৌমেন সরকার। বৃহস্পতিবার বর্ধমান শহরের বাসিন্দা সৌমেন ৮৮৪৯ মিটার উঁচুতে উঠে মাউন্ট এভারেস্টের চূড়ায় জাতীয় পতাকা তোলেন। সৌমেন সরকার বর্ধমানের রানিসায়ারের পূর্ব পাড়ের বাসিন্দা। তাঁর নেশা পর্বত অভিযান। তিনি পূর্ত দপ্তর (সড়ক) বিভাগের জাতীয় সড়ক সাব ডিভিশনের সহকারী বাস্তুকার হিসাবে কর্মরত রয়েছেন। ১ এপ্রিল থেকে তিনি প্রায় ২ মাসের জন্য এভারেস্ট অভিযানে বের হন। 

    গত প্রায় ২০ বছর ধরে তিনি পর্বত আরোহনের সঙ্গে যুক্ত। দেশ বিদেশের বহু পর্বতশৃঙ্গ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ২০২৪ সালে ৬০০১ মিটারের Mount Deo Tibba, ২০২৩ সালে রাশিয়ার মাউন্ট একব্রুশ, ২০২২ সালে মাউন্ট Yunum জয় করার পাশাপাশি ২০১৮ এবং ২০১৯ সালে মাউন্ট নুন এবং মাউন্ট স্টক কাংরি জয় করেন বছর ৫৬–র সৌমেন। এসব ছাড়াও অনেক ছোট পর্বতশৃঙ্গ অভিযানের প্রচুর স্মৃতি রয়েছে তাঁর পর্বত অভিযানের ঝুলিতে।

     এবার তিনি নেপালের মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট Lhotse পর্বতশৃঙ্গ জয়ের উদ্দেশে যাত্রা করেন ১ এপ্রিল বর্ধমান থেকে। ৭ এপ্রিল বেসক্যাম্প থেকে শুরু হয় এভারেস্ট অভিযান। ৩৯ দিনের মাথায় তিনি এভারেস্ট অভিযান সফল করেন। 

    সৌমেন রায় উত্তরাখণ্ডে অবস্থিত নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং(এনআইএম) থেকে প্রাথমিক পর্বত আরোহণের কোর্স করেন। সেখানে ৯৯ জনের মধ্যে সেরার সম্মান পান তিনি। 

    বিখ্যাত পর্বতারোহী ও ভারতের প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী বাচেন্দ্রী পালের সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দন নিয়ে এভারেস্ট অভিযানে যান সৌমেন সরকার। 

    অভিযানের জন্য ৪০ লক্ষ টাকা বাজেট ধরা হয়। যার মধ্যে ৩১ লক্ষ টাকা প্রথমদিকে জোগাড় করতে সমর্থ হন তিনি। কারণ ওই টাকা যে সংস্থার মাধ্যমে অভিযানে যান তাদের দিতে হয়। সৌমেনের বহুদিনের ইচ্ছে তাঁর অভিযানগুলি নিয়ে একটি বই করবেন। এবার তাঁর ইচ্ছে বাস্তবায়িত হবে।
  • Link to this news (আজকাল)