• আবাস যোজনার টাকা পেয়েও বাড়ির কাজ করেননি, ৫২৪ জনকে অর্থ ফেরাতে নোটিস
    বর্তমান | ১৭ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আবাস যোজনার সরকারি টাকা নিয়েও বাড়ি তৈরি না করার অভিযোগ। ৫২৪ জন ঘর প্রাপককে দ্রুত টাকা ফেরানোর জন্য নোটিস পাঠালো রায়গঞ্জ পুরসভা। বাড়ি তৈরির জন্য দেওয়া সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে এবার না ফেরালে, সরাসরি পুলিসে এফআইআর করারও হুঁশিয়ারি দিয়েছে পুর কর্তৃপক্ষ। 

    রায়গঞ্জ পুরসভার পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত পুর এলাকায় সর্বমোট ৯৪৭৪ জন উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হয়। নাম নথিভুক্ত হয়। তার মধ্যে ১৪০০ জন উপভোক্তা বিভিন্ন কারণে প্রথমেই বাদ হয়ে যায়। কিন্তু বাকি ৮০৭৪ জন ঘর তৈরির টাকা পান যথাসময়ে। এরই মধ্যে থেকে ৫২৪ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও, দীর্ঘ সময় ধরে বাড়ি তৈরির কাজ শুরু করেননি তাঁরা। তাঁদেরকেই পুরসভা সার্ভে করে, চিহ্নিত করে নোটিস ধরানোর মতো পদক্ষেপ শুরু করেছে। ইতিমধ্যে দ্রুত টাকা ফেরানোর আর্জি জানিয়ে দু’দফায় নোটিস ধরিয়েছে পুরসভা। পুরসভার বক্তব্য, নির্ধারিত সময়ে সেই টাকা না ফেরালে বাধ্য হয়ে রায়গঞ্জ থানায় ওই উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। 

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ধাপে ধাপে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য টাকা ছাড়া হয়েছে। ওই ৫২৪ জন কেউ ১ লক্ষ টাকা পেয়েছেন, কেউ ৫০ হাজার টাকা পেয়েছেন, কেউ আবার ৪৫ হাজার টাকা পেয়েছেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কেউই বাড়ি তৈরি করেননি। 

    রায়গঞ্জ পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, ২০১৫-১৬ অর্থবর্ষে তিন জন, ২০১৭-১৮ অর্থবর্ষে ৩৭ জন, ২০১৮-১৯ অর্থবর্ষে ১৮৯ জন, ২০১৯-২০ অর্থবর্ষে ২৮৮ জন এবং ২০২১-২২ অর্থবর্ষে ৭ জন এমন উপভোক্তা রয়েছেন, যাঁরা আবাস যোজনার টাকা পেয়েও কাজ শুরু করেননি। সর্বমোট ৫২৪ জন। তাঁদেরকে পুরসভা বাধ্য হয়েই টাকা ফেরতের জন্য দু’দফায় নোটিস পাঠিয়েছে। নির্ধারিত সময়ে টাকা না ফেরালে, রায়গঞ্জ থানায় সংশ্লিষ্ট উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। যদিও ৫২৪ জনের মধ্যে অন্তত ৪৮ জন টাকা ফেরাতে উদ্যোগী হয়েছেন। পুরসভার সঙ্গে যোগাযোগ করছেন। 

    এদিকে পুরসভার পরিসংখ্যান অনুযায়ী, ৭৫৫০ জন উপভোক্তা টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ করছেন। এরমধ্যে ৪৭০১টি বাড়ি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। ছাদ পর্যন্ত বাড়ি নির্মাণ হয়েছে ১৩১০টি। লিনটন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে ৫২০টি বাড়ি। ভিত পর্যন্ত নির্মাণ কাজ হয়েছে ১০১৯টি বাড়ির। পুরসভার বার্তা, যে উপভোক্তারা টাকা পেয়ে গিয়েছেন তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করুন।
  • Link to this news (বর্তমান)