• পূর্ব বর্ধমানে পুরনো জুটিতেই আস্থা তৃণমূলের, পশ্চিমে বর্ধমানে জেলা চেয়ারম্যান পদে বদল, অপরিবর্তিত সভাপতি
    বর্তমান | ১৭ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: লোকসভা নির্বাচনে চমকপদ ফল হয়েছিল পূর্ব বর্ধমানে। জেলার দু’টি লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও শাসক দল পুরনো জুটির উপরই ভরসা রাখল। চেয়ারম্যান ও সভাপতি পদে অপূর্ব চৌধুরী এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ই দায়িত্ব সামলাবেন। অপূর্ববাবু বলেন, দল আমার উপর ভরসা রেখেছে। কেউ কেউ আমার পদ কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিল। তারা ভুল প্রমাণিত হয়েছে। রবীন্দ্রনাথবাবু বলেন, দায়িত্ব আরও বেড়ে গেল। সামনের বিধানসভা নির্বাচনেও জেলার প্রতিটি আসনেই আমরা জয়ী হব। এই টার্গেট নিয়েই ময়দানে নামব। 

    অন্যদিকে, পশ্চিম বর্ধমানে জেলা সভাপতি পদে ফের নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে জেলা চেয়ারম্যান পদে বদল করা হয়েছে। কুলিটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ওই পদে ছিলেন। তাঁকে রাজ্য সহ সভাপতি করা হয়েছে। তাঁর জায়গায় জেলা চেয়ারম্যান করা হয়েছে জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংকে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক দল ঘুটি সাজাচ্ছে। জেলা সভাপতি বা চেয়ারম্যান পদে রদবদল না হলেও কয়েকটি ব্লকে নতুন মুখ আসতে পারে। রাজ্য নেতৃত্ব দলের সহযোগী সংস্থাকে নিয়ে অনেক আগেই রিপোর্ট নিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই রদবদল করা হতে পারে। জেলার প্রতিটি ব্লকেই দলের সংগঠন মজবুত রয়েছে। কিন্তু কয়েকজন নেতার আচরণ দল ভালো চোখে দেখছে না। তাঁরা বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়েছেন। তাছাড়া বিধায়কদের সঙ্গে সুসম্পর্ক নেই। কয়েকজন একাধিক পদে রয়েছেন। সেই সমস্ত ব্লকে নতুন মুখ আনার পরিকল্পনা শাসক দল করেছে। 

    তৃণমূলের এক নেতা বলেন, একাধিকবার সতর্ক করার পরও কয়েকজন নেতা কোন্দলে জড়িয়েছেন। নেতৃত্ব বিষয়টি ভালোভাবে দেখেনি। কয়েকজন ব্লক সভাপতি দলের দেওয়া কর্মসূচি সাফল্যে সঙ্গে করতে পারেননি। তাঁদের চিহ্নিত করা হয়েছে। অন্যান্য পদেও রদবদল কয়েক দিনের মধ্যেই করা হবে। বেশ কয়েকজন বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতি পদেও বদল আনা হবে। শাখা সংগঠনগুলিকেও নেতৃত্ব আরও মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ইতিমধ্যে দল কর্মসূচি ঘোষণা করেছে। প্রতিটি কর্মসূচিতে সমস্তস্তরের নেতাকে শামিল করার জন্য বলা হয়েছে। কিছুদিনের মধ্যে আরও কিছু কর্মসূচি ঘোষণা করা হবে। বুথস্তরের নেতারাও ওই সমস্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন।

    লোকসভা নির্বাচনের নিরিখে পূর্ব বর্ধমানের প্রতিটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে। তারপরও নেতৃত্ব আত্মবিশ্বাসে ভুগতে নারাজ। প্রতিটি বিধানসভাকেন্দ্রে তাঁরা কোমর বেঁধে ময়দানে নামছে। গোষ্ঠীকোন্দল মেটাতেও কড়া দাওয়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধায়ক এবং ব্লক সভাপতিদের একযোগে কাজ করার জন্য ফের নির্দেশ দেওয়া হবে বলে নেতৃত্ব জানিয়েছে।
  • Link to this news (বর্তমান)