• কন্টাই ব্যাঙ্কের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নিয়োগ ৮ জুন, তৃণমূলের দুই শিবিরই তৎপর
    বর্তমান | ১৭ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: আগামী ৮জুন কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে। ব্যাঙ্কের পক্ষ থেকে এনিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ব্যাঙ্কের শীর্ষপদে নির্বাচন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি বের হতেই শাসক দলের দুই শিবিরের মধ্যে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে প্রতিনিধি পাঠানোর জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্ক এবং জেলা পরিষদে চিঠি পাঠানো হয়েছে। জেলা পরিষদ মনোনীত প্রতিনিধির ভোটাধিকার নেই। তিনি সরাসরি চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে পারবেন না। নিজে প্রার্থীও হতে পারবেন না। কিন্তু, স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের প্রতিনিধির ভোটাধিকার রয়েছে। ব্যাঙ্কের চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও তাঁর সামনে রয়েছে।

    কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচন নিয়ে গত দু’মাস ধরে কাঁথিতে শাসক দলের মধ্যে চাপানউতোর অব্যাহত। গত ২৯মার্চ ওই ব্যাঙ্কের প্রতিনিধি(ডেলিগেট) পদে নির্বাচন হয়। মোট ৭৮টি আসনের মধ্যে সবকটিতে জয়ী হয় তৃণমূল। বিজেপি ও সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেও খাতা খুলতে পারেনি। শাসক দল বোর্ড গঠন নিশ্চিত করার পর নিজেদের মধ্যে ঝামেলায় প্রবলভাবে জড়িয়ে পড়ে। ডেলিগেট নির্বাচন শেষ হওয়ার পর ব্যাঙ্ক ডিরেক্টর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে। ১৩টি ডিরেক্টর পদে শাসক দলের ১২জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও কাঁথি-৩আসনে শাসক দলের ব্লক সভাপতি বনাম অঞ্চল সভাপতির লড়াই হয়। একটি আসনে দুই নেতা মনোনয়ন জমা করে দেন। দলের দুই শিবির থেকে দু’জনকে সামনে রেখে শক্তি প্রদর্শনে নেমে পড়ে। গত ১০মে ডিরেক্টর পদে নির্বাচন হয়। কাঁথি-৩ ব্লক তৃণমূল সভাপতি নন্দদুলাল মাইতি জয়ী হন। তিনি জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডার শিবিরের নেতা বলে পরিচিত। অপরদিকে, বিপক্ষ শিবিরের মুখ দুরমুঠ অঞ্চল তৃণমূল সভাপতি শ্যামল দাস পরাস্ত হন।

    ডিরেক্টর নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ বোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ৮জুন ওই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং প্যানেল চেয়ারম্যান নির্বাচন হবে। ১৩জন ডিরেক্টর ওই চার পদাধিকারী নির্বাচিত করবেন। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের দুই শিবিরের পক্ষ থেকেই ব্যাঙ্কের চেয়ারম্যান পদ পেতে তদ্বির শুরু করেছে। এর আগে কন্টা‌ই কো-অপারেটিভ ব্যাঙ্কেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন রাজ্য থেকে ভারসাম্য বজায় রাখতে দুই শিবির থেকে দু’জনকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নাম চূড়ান্ত করা হয়েছিল। এবার কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ক্ষেত্রে কী হয়, সেদিকে অনেকেই তাকিয়ে রয়েছেন।

    গত তিনদিন ধরে দেশপ্রাণ ব্লকের এক তৃণমূল নেতা এনিয়ে কলকাতায় রয়েছেন বলে খবর। স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের প্রতিনিধি হয়ে তিনি সরাসরি চেয়ারম্যান হতে আগ্রহী। ডিরেক্টর নির্বাচনে জয়ী কাঁথি-৩ব্লক সভাপতি নন্দদুলাল মাইতি চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে। সূত্রের খবর, জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা তৃণমূল সভাপতির তাতে আপত্তি নেই। যদিও দলের বিপক্ষ শিবির তাতে সায় দিচ্ছে না। এই অবস্থায় শেষমেশ কে ব্যাঙ্কের চেয়ারম্যান হন, সেই দিকে তাকিয়ে রয়েছে সবপক্ষ।

    তৃণমূলের সমবায় সেলের রাজ্য নেতা আশিস চক্রবর্তী বলেন, কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কারা হবেন, সেটা দলের রাজ্য নেতৃত্ব ঠিক করে দেবে।
  • Link to this news (বর্তমান)