বিএসএফের তৎপরতায় উদ্ধার রুপো, গাঁজা ও কাশির সিরাপ
বর্তমান | ১৭ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: ফের নদীয়া জেলার সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সামগ্রী পাচারের চেষ্টা করল চোরাকারবারিরা। তবে বিএসএফের তৎপরতায় সেই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও কোনও পাচারকারী ধরা পড়েনি। গত বৃহস্পতিবার বিকেলে নদীয়া জেলায় কৃষ্ণগঞ্জ থানা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৮ কেজি রুপোর গয়না ও বল, ১২ কেজি গাঁজা এবং ২১৬ বোতল কাশির সিরাপ। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা টাকা। ভারত থেকে বাংলাদেশে তা পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। গত ১৫মে কৃষ্ণগঞ্জ থানার হালদারপাড়া এলাকার জওয়ানরা খবর পেয়ে সীমান্তের সামনে নজরদারি শুরু করেন। বিকালের দিকে এলাকার কলাবাগান ও বাঁশঝাড়ের আড়ালে পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন জওয়ানরা। তারা সীমান্তের ওপারে বাংলাদেশের দিকে ছুঁড়ে ফেলার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করে। কিন্তু, পাচারকারীরা জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিএসএফ ১৫টি প্যাকেটে মোড়া ১৭ কেজি ৬৬০ গ্রাম রুপোর বল এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করে। পাশাপাশি, ওই এলাকার আমবাগান সীমান্ত ফাঁড়ির জওয়ানরাও পৃথক অভিযানে ২১৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেন। বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এবিষয়ে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক নিলোৎপল পাণ্ডে বলেন, মাদক ও চোরাচালান রুখতে আমরা সর্বদা সজাগ। আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখতে বিএসএফ প্রতিদিনই একাধিক চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে।