নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় সামান্য কমেছে গরমের দাপট। প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা নেমে এসেছে ৩৫ ডিগ্রিতে। ফলে দহন জ্বালা থেকে কিছুটা রেহাই মিললেও, কলকাতায় অস্বস্তি বজায় রয়েছে শহরবাসীর। এরই মধ্যে সুখবর হিসেবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ কলকাতার আকাশ সকালের দিকে থাকবে আংশিক মেঘলা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। তবে বিকেলের পর বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৫ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় বৃষ্টিপাত হয়নি।