ভুয়ো নথি দিয়ে পাসপোর্টের আর্জি, ধৃত আবেদনকারী ও দালাল
বর্তমান | ১৭ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জন্মের ভুয়ো শংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন করে কলকাতা পুলিসের সিকিওরিটি কন্ট্রোলের হাতে গ্রেপ্তার হলেন এহসান খান নামে এক যুবক। উত্তরপ্রদেশের বাসিন্দা এই যুবক গার্ডেনরিচে থাকছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে ধরা হয় বাড়ি থেকে। অভিযুক্ত এহেসানকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, তাঁর জন্মের কোনও প্রমাণপত্র ছিল না। বিদেশে চাকরির জন্য পাসপোর্টের দরকার ছিল। তিনি এক দালালের সঙ্গে যোগাযোগ করেন। ওই দালাল জানায়, ১৫ হাজার টাকা দিলে সমস্ত নথি হয়ে যাবে। সেগুলি জমা করলেই অনায়াসে পাসপোর্ট পেয়ে যাবেন অভিযুক্ত। দালালকে তিনি টাকাপয়সা দেন। সেই মতো নথি হাতে পেয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন এহসান। কিন্তু জন্মের শংসাপত্র দেখে সন্দেহ হয় রিজিওনাল পাসপোর্ট অফিসের। সমস্ত নথি যাচাই করার জন্য পাঠানো হয় সিকিওরিটি কন্ট্রোলের কাছে। দেখা যায়, বার্থ সার্টিফিকেটটি গোসাবার পাঠানখালি পঞ্চায়েতের। এটি আসল কি না জানতে সিকিওরিটি কন্ট্রোলের অফিসাররা চিঠি পাঠান। কয়েকদিন আগে ওই পঞ্চায়েত পুলিসকে জানিয়ে দেয়, তারা এই সার্টিফিকেট ইস্যু করেনি। এরপরই মামলা রুজু হয়। জাল নথি দিয়ে পাসপোর্টের আবেদন করায় গ্রেপ্তার করা হয় এহসানকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, কে এই সার্টিফিকেট তৈরি করেছিল। দেখা যায়, অভিযুক্ত পাঠানখালি পঞ্চায়েত এলাকার বাসিন্দা। বিষয়টি গোসাবা থানায় জানানো হয়। স্থানীয় থানা ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে।