• বিজেপির এসএফআই মুখোমুখি, তুমুল উত্তেজনা কলেজ স্ট্রিটে
    বর্তমান | ১৭ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ স্ট্রিটে মুখোমুখি হল বিজেপি আর এসএফআই-ডিওয়াইএফআই। শুক্রবার বিকেলে তার জেরেই উত্তেজনা ছড়াল কলেজ স্ট্রিট চত্বরে। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিসি অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল বাম ছাত্র-যুব-শিক্ষক সংগঠন। তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে এসএফআইয়ের একটি সমাবেশও ছিল। বিক্ষোভ সমাবেশ চলাকালীন ওই রাস্তা দিয়েই বিজেপির মিছিল যাচ্ছিল। সেই মিছিলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও উপস্থিত ছিলেন। বিজেপির বক্তব্য, দেশজুড়ে তেরঙ্গা যাত্রা হচ্ছে। সেখানে বামেরা আমাদের মিছিলে বাধা দিতে এসেছিল। এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্যীর অভিযোগ, ‘বিজেপের যা ধর্ম ওরা সেটাই করছিল। ওদের মিছিলে কোনওভাবেই বাধা দেওয়া হয়নি। ওই এলাকায় পুলিসের অনুমতি নিয়েই কর্মসূচি ছিল। আমাদের দেখেই স্লোগান দিতে শুরু করে। আমরাও পাল্টা স্লোগান দিয়েছি।’ নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)