• ‘আমরা সেনাবাহিনীর জন্য গর্বিত’, সৌগতর পাল্টা ববি
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মে ২০২৫
  • ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রবল বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তাঁর মন্তব্য ঘিরে দলের অন্দরে তৈরি হয়েছে অস্বস্তির পরিবেশ। এবার সৌগতর বক্তব্যের উল্টো সুর শোনা গেল রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের গলায়।

    শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীর জন্য গর্বিত। দেশের সুরক্ষায় যাঁরা নিযুক্ত, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে। বিশেষ করে মহিলা সেনাকর্তাদের জন্য আমরা আরও বেশি গর্বিত। আমরা আজ নিশ্চিন্তে ঘুমোতে পারছি, কারণ সীমান্তে আমাদের জওয়ানরা প্রাণ দিচ্ছেন।’ যদিও সৌগত রায় ঠিক কী বলেছেন, সে বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি তিনি। তবে মেয়র স্পষ্টভাবে বলেন, ‘আমরা দেশের জন্য গর্বিত, আমরা সেনাবাহিনীর জন্য গর্বিত।’

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি সেনাবাহিনীর বীরত্বের প্রশংসা করে জানান, মাতৃভূমি রক্ষায় জওয়ানরা বরাবর সাহসিকতার পরিচয় দিয়েছেন। সেই বার্তা আরও ছড়িয়ে দিতেই তৃণমূল কংগ্রেস আগামী শনিবার ও রবিবার রাজ্যের প্রতিটি ব্লকে মিছিলের আয়োজন করেছে। সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে ওই কর্মসূচিতে। ফিরহাদ জানান, ‘কাল আমাদের মিছিল আছে। সেনাবাহিনীকে স্যালুট জানাতে আমি নিজে গার্ডেনরিচে মিছিলে হাঁটব।’

    প্রসঙ্গত, সৌগত রায় সম্প্রতি এক বক্তব্যে দাবি করেন, ‘কোনও যুদ্ধ হয়নি, শুধু দু-একটা ড্রোন ও মিসাইল চালানো হয়েছে। কোথাও জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে কি না, তার কোনও প্রমাণ নেই। পুরনো একটা ভাঙা বাড়ি দেখিয়ে বলা হচ্ছে জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের কোনও অস্ত্র কি আমরা ধ্বংস করতে পেরেছি? সরকার প্রমাণ দিক। পাকিস্তানের মতো একটি দেশকে শিক্ষা দেওয়া গেল না।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)