• বিজ্ঞানজগতে ফের সাফল্য বাংলার দুই গবেষকের
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মে ২০২৫
  • চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলেও আজও দুরারোগ্য ক্যান্সারকে মানুষ ভয় পায়। এই মারণরোগ যে শুধু শরীরকে আক্রমণ করে তা নয়, এই রোগ নিরাময়ে যে ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন হয় তার জন্য সর্বস্বান্ত হয়ে যায় মানুষ। সেই বিষয়টি মাথায় রেখেই এই চিকিৎসাব্যবস্থাকে দরিদ্র মানুষের সামর্থ্যের মধ্যে আনতে গবেষণা করছেন সাঁকরাইলের চক শ্রীকৃষ্ণ গ্রামের বাসিন্দা, গবেষক আফতাব উদ্দিন মোল্লা। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে ক্যান্সার নিয়ে গবেষণা করছেন। সফলতার শীর্ষে রয়েছে তাঁর এই গবেষণা। তাই সম্প্রতি তাঁকে ম্যাকডোনাল্ড ডিভিশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে।‌ কেবল তিনি একা নন, কলকাতার বাসিন্দা গৌরব আচার্যও এই অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। বিজ্ঞানজগতে বাংলার এই দুই গবেষক নতুন করে গৌরবময় পালক সংযোজন করেছেন। জানা গিয়েছে, এই সম্মান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছরই কৃতিত্বশীল গবেষকদের দেওয়া হয়। মূলত যাঁরা নিজ বিভাগে অ্যাকাডেমিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

    আফতাব উদ্দিন মোল্লা কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে এই সম্মান পেয়েছেন। বর্তমানে তিনি ডক্টর সঞ্জয় আবের তত্ত্বাবধানে পিএইচডি করছেন। তাঁর গবেষণার বিষয় আরএনএ-প্রোটিন ইন্টারাকশন। দরিদ্র মানুষদের সামর্থ্যের মধ্যে ক্যান্সার চিকিৎসাকে এনে দিতেই এই গবেষণা। নিউরোডিজেনারেটিভ রোগের কারণ নিয়েও তিনি গবেষণা করছেন। বাংলার গৌরব আচার্যও এই একই সম্মান পেয়েছেন।‌ তিনি অর্গানিক বিভাগ থেকে এই পুরস্কার অর্জন করেছেন।‌ টরস্টেন হেগম্যানের তত্ত্বাবধানে অর্গানিক সিন্থেসিস এবং লিকুইড ক্রিস্টালের বৈশিষ্ট্য নির্ধারণ নিয়ে তাঁর গবেষণা।‌ এই দুই গবেষকই তাঁদের সাফল্য দেশের মঙ্গলের স্বার্থে কাজে লাগাতে চান। তাঁদের পরিবারও এই সাফল্যে গর্বিত।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)