• হাতবদলের আগেই ডোমকলে গ্রেপ্তার অস্ত্র কারবারি
    প্রতিদিন | ১৭ মে ২০২৫
  • অতুলচন্দ্র নাগ, ডোমকল: নদিয়া থেকে মুর্শিদাবাদে হাতবদল করতে গিয়ে গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র বিক্রেতা। শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে দেশে তৈরি দু’টি সিঙ্গল শট আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

    ধৃত প্রকাশ প্রামাণিক ওরফে কালু। বছর বিয়াল্লিশের ওই ব্যক্তি নদিয়ার থানারপাড়ার শিশা হালদারপাড়ার বাসিন্দা। ধৃত ব্যক্তি একজন আগ্নেয়াস্ত্র কারবারী বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ জানায়, সূত্রের দেওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি থানারপাড়া থেকে বেশ কয়েকবার বাস বদল করে বাঘডাঙ্গা বাজারে এসে নামে। আমিনাবাদে ক্রেতার কাছে যাচ্ছিল। সেখানেই ওঁৎ পেতে থেকে পুলিশ তাকে আটকায়। পরে তার কাছে থাকা নাইলনের ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ। জামাকাপড়ের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র দু’টি বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে ধরে তাকে সোজা থানায় নিয়ে যাওয়া হয়। আগ্নেয়াস্ত্রের বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়।

    অভিযুক্তকে শনিবার বহরমপুর সিজেএম আদালতে তোলা হবে। এই নিয়ে গত ১৬ দিনে ডোমকল মহকুমায় পুলিশ চারজন অস্ত্র কারবারী-সহ মোট ৭ টি পিস্তল ও ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করল। যার মধ্যে ১মে একই দিনে ৪টি অত্যাধুনিক পিস্তল ৮ টি ম্যাগাজিন-সহ ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছিল জলঙ্গি থানার পুলিশ। ওই আগ্নেয়াস্ত্র মালদহ থেকে জলঙ্গিতে পৌছে দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল দু’জন। ১৩ মে রাতে ১ টি অত্যাধুনিক পিস্তল একটা ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি-সহ একজনকে গ্রেপ্তার করেছিল রানিনগর থানার পুলিশ। প্রশ্ন উঠেছে, এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
  • Link to this news (প্রতিদিন)