• বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা
    প্রতিদিন | ১৭ মে ২০২৫
  • নিরুফা খাতুন: তীব্র গরমে হাসফাঁস দশা। এই পরিস্থিতিতে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা ঝড়বৃষ্টিতে ভিজতে পারে বলেই জানিয়েছেন আবহবিদরা। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। পরিস্থিতি অনুকূল থাকলে আগামী দুই- তিনদিনের মধ্যে মৌসুমী বায়ু নতুন করে মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়বে। আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশেও চলে আসবে মৌসুমী বায়ু। এদিকে আবার উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং মধ্য অসমে সক্রিয় ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে সক্রিয় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট ও কঙ্কন উপকূলে রয়েছে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখার দাপটও রয়েছে।

    সবমিলিয়ে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। বীরভূম,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত গরম ও অস্বস্তি বজায় থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৮৭ শতাংশ। বিকেলের পর ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারের মধ্যে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে বলে অনুমান। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে, অসম, মেঘালয়ে প্রবল বর্ষণের আশঙ্কা। অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)