• নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ, উদ্ধার রুপো, গাঁজা এবং ফেনসিডিল
    আনন্দবাজার | ১৭ মে ২০২৫
  • নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে আবার পাচারের চেষ্টা রুখল বিএসএফ। এ বার একই সঙ্গে উদ্ধার হল রুপো, গাঁজা এবং ফেনসিডিল। অভিযোগ, সীমান্তের দিয়ে রুপো এবং মাদক পাচারের চেষ্টা করেছিলেন পাচারকারীরা। তবে সীমান্তবাহিনীর জওয়ানদের চোখ এড়াতে পারেননি তাঁরা। যদিও ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

    বিএসএফ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফের ৩২ ব্যাটেলিয়নের হালদারপাড়া সীমান্ত ফাঁড়ির জওয়ানেরা ওই এলাকায় চোরাচালানের চেষ্টা হতে পারে বলে আগেভাগে খবর পান। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সতর্ক ছিলেন তাঁরা। রাতে সীমান্তের ও পারে কয়েক জন কিছু ছুড়ে দেওয়ার চেষ্টা করেছিল। তবে জওয়ানেরা চোরাকারবারীদের ঘিরে ফেলার চেষ্টা করেন এবং তাদের থামতে বলেন। অন্য দিকে, বিএসএফ তাদের ঘিরে ফেলেছে বুঝতে পেরে মরিয়া পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তিরা। সঙ্গে থাকা জিনিসগুলো তাঁরা ঝোপের দিকে ছুড়ে ফেলে দৌড়তে শুরু করেন।

    ঘটনাক্রমে এলাকা জুড়ে তল্লাশি শুরু করে বিএসএফ। অভিযুক্তদের কোনও সন্ধান পাওয়া না গেলেও পাচারের ১৭.৬৬০ কেজি রুপোর বল উদ্ধার করা হয়। ওই রুপোর মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। আরও ১৫টি প্যাকেটে পান জওয়ানেরা। সেগুলো থেকে ৬কেজি গাঁজা এবং কয়েক বোতল ফেনসিডিল পাওয়া গিয়েছে।

    ওই বৃহস্পতিবারই পৃথক অভিযানে ৩২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত ফাঁড়ির জওয়ানেরা ৬ কেজি গাঁজা এবং ২১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি নীলোৎপল পাণ্ডে বলেন, ‘‘মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযান এবং ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের প্রচেষ্টা বন্ধে বিএসএফ জওয়ানেরা সদা সতর্ক। এ দিনের ঘটনা তার প্রমাণ।’’
  • Link to this news (আনন্দবাজার)