পরিকাঠামোয় অসন্তোষএনএমসি প্রতিনিধিদের, নির্দিষ্ট সময়ে উপযুক্ত পরিকাঠামো তৈরি না হলে এনএমসি মেডিক্যাল কলেজের অনুমোদনও বাতিল করতে পারে
আনন্দবাজার | ১৭ মে ২০২৫
রায়গঞ্জ মেডিক্যালের সার্বিক পরিকাঠামো পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করলেন ন্যাশন্যাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) সদস্যেরা। শুক্রবার দিল্লি থেকে কমিশনের চার সদস্য রায়গঞ্জ মেডিক্যালে যান। তাঁদের মধ্যে এক মহিলা ছিলেন। এ দিন তাঁরা মেডিক্যালের নানা ওয়ার্ড, অপারেশন থিয়েটার, বহির্বিভাগ, মর্গ, প্রশাসনিক কার্যালয় ঘুরে নানা নথি ও বিভিন্ন বিভাগের রেজিস্টার খুঁটিয়ে দেখেন। পরে তাঁরা রায়গঞ্জের আব্দুলঘাটায় গিয়ে মেডিক্যালের ডাক্তারি পঠনপাঠনের পরিকাঠামো, বিভিন্ন বিভাগ ও হস্টেল ঘুরে দেখেন। পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁরা ঠিকমতো পঠনপাঠন, হস্টেল, শৌচাগার এবং খাবারের পরিষেবা ঠিক মতো পাচ্ছেন কি না, তার খোঁজ নেন প্রতিনিধি দলের সদস্যেরা।
প্রতিনিধি দলের তরফে রঘুনাথ সাহাজি বলেন, “মেডিক্যালে রোগীদের চাপ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেব।” মেডিক্যালের সুপার প্রিয়ঙ্কর রায় এ নিয়ে মন্তব্য করতে চাননি। তাঁর বক্তব্য, “নতুন মেডিক্যাল হিসেবে এখানে ডাক্তারি স্তরের পঠনপাঠন ও চিকিৎসা পরিকাঠামো সংক্রান্ত অনেক উন্নত পরিষেবা চালু রয়েছে।” মেডিক্যালের ডেপুটি সুপার সামাউন মণ্ডলের বক্তব্য, “এনএমসির পরামর্শ ও বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।” ২০১৮ সালে রায়গঞ্জ জেলা হাসপাতালকে মেডিক্যালে উন্নীত করে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এনএমসির পরিকাঠামো খতিয়ে দেখে মেডিক্যাল কলেজ চালুর অনুমোদন দেয়। নির্দিষ্ট সময়ে উপযুক্ত পরিকাঠামো তৈরি না হলে এনএমসি মেডিক্যাল কলেজের অনুমোদনও বাতিল করতে পারে।
এ দিন এনএমসির প্রতিনিধি দলের সদস্যেরা মেডিক্যালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, বহির্বিভাগ, মর্গ, প্রশাসনিক কার্যালয়, মেডিক্যালের বিভিন্ন বিভাগে গিয়ে সেখানকার পরিকাঠামো উন্নয়ন না হওয়ার অভিযোগে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা পঠনপাঠনের পরিকাঠামো, বিভিন্ন বিভাগ ও পড়ুয়াদের হস্টেলের উন্নয়নের প্রয়োজন বলে ‘মত’ প্রকাশ করেন। মেডিক্যালের বিভিন্ন ওয়ার্ড, করিডর ও সিঁড়ি আরও সাফাই হওয়া প্রয়োজন বলে তাঁরা দাবি করেন। সম্প্রতি মেডিক্যাল কর্তৃপক্ষ মেডিক্যালে বিভিন্ন বিষয়ে এমডি স্তরের পঠনপাঠন চালুতে উদ্যোগী হয়েছে। তা চালু করতে হলে এনএমসির অনুমোদনের প্রয়োজন হয়। এই পরিস্থিতিতে, দ্রত পরিকাঠামো উন্নয়ন না হলে এনএমসির তরফে ওই স্তরে পঠনপাঠনের অনুমোদন মিলবে কিনা, তা নিয়ে মেডিক্যালের অন্দরে প্রশ্ন উঠেছে। চিকিৎসক-শিক্ষক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সার্বিক পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন।”