কফি হাউসের সামনে ‘মুখোমুখি’ বিজেপি ও এসএফআই, মিছিল ঘিরে উত্তেজনা কলেজ স্ট্রিটে
আনন্দবাজার | ১৭ মে ২০২৫
এক দিকে বিজেপির মিছিল। অন্য দিকে এসএফআইয়ের। দু’টি মিছিল মুখোমুখি হল কলেজ স্ট্রিট কফি হাউসের গলিতে। মুহূর্তের মধ্যে ছড়াল উত্তেজনা। দু’পক্ষকে সামাল দিতে গিয়ে হিমশিম খেল পুলিশ। শেষমেশ বিজেপির শীর্ষ নেতৃত্বের পদক্ষেপে তাঁদের মিছিল এগিয়ে চলল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দিকে।
‘অপারেশন সিঁদুর’-এর পরে সেনাবাহিনীর কৃতিত্ব এবং পরাক্রমকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে রাজ্যে রাজ্যে তেরঙ্গা মিছিল শুরু করেছে বিজেপি। শুক্রবার তেরঙ্গা মিছিলের আয়োজন হয় কলকাতায়। বিকেলে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়। তার পর তা এগোতে থাকে শ্যামবাজারের দিকে। ওই একই সময়ে এসএফআইয়ের কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্মেলনের প্রকাশ্য সমাবেশ ছিল কফি হাউসের সামনে। তা ছাড়াও, বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের উপর ‘পুলিশি আক্রমণের’ প্রতিবাদ করছিলেন বলে জানান এসএফআই কর্মী-সমর্থকেরা। দুটো মিছিল কফি হাউসের সামনে মুখোমুখি হয়ে যাওয়ায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
তেরঙ্গা মিছিল থেকে উড়ে আসে ‘গোলি মারো স্লোগান’, ‘দেশদ্রোহীদের চামড়া, গুটিয়ে দেব আমরা’ ইত্যাদি স্লোগান। পাল্টা স্লোগান দেয় এসএফআই। পুলিশ ক্রমাগত চেষ্টা করে মিছিল এগোতে দিতে থাকে। কিন্তু পরিস্থিতি দেখে সামাল দিতে এগিয়ে আসেন বিজেপির শীর্ষ নেতারা। বেশ কিছু ক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আবার শান্তিপূর্ণ ভাবে এগোতে থাকে মিছিল।
বিজেপির মিছিলে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ছাড়াও রাজ্য বিজেপির সম্পাদকেরা এবং সাংসদেরা ছিলেন। পদ্মশিবিরের বক্তব্য, তাদের মিছিল আটকানোর চেষ্টা করেছিল এসএফআই। পাল্টা এসএফআইয়ের দাবি, বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে যা ঘটেছে, তার প্রতিবাদে এই মিছিল। বিজেপির মিছিল আটকানোর কোনও অভিপ্রায় ছিল না তাদের।