• মেয়ের অকালমৃত্যুতে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির
    এই সময় | ১৭ মে ২০২৫
  • সম্প্রতি মেয়ের মৃত্যুতে মানসিক অবসাদে ভুগছিলেন হাওড়ার এক দম্পতি, দাবি পুলিশের। মেয়েকে হারানোর শোকে সামলাতে না পেরে শনিবার মাঝ গঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ দিলেন তাঁরা। পুলিশ সূত্রের খবর, শনিবার সকালে সালকিয়া বাঁধাঘাট থেকে কলকাতা আহিরিটোলার দিকে আসছিল একটি যাত্রীবোঝাই লঞ্চ। তখনই এই ঘটনা ঘটেছে। মালিপাঁচঘরা পুলিশ জানিয়েছে, ওই লঞ্চের কর্মীরাই দম্পতিকে উদ্ধার করেন। বর্তমানে প্রাথমিক চিকিৎসার পর স্বামী-স্ত্রীকে ছেড়েও দেওয়া হয়েছে।

    ঠিক কী ঘটেছিল?

    পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে লঞ্চটি মাঝ গঙ্গায় আসতেই ওই দম্পতি একসঙ্গে জলে ঝাঁপ দেন। আত্মহত্যা করার জন্যই দম্পতি গঙ্গায় ঝাঁপ দেন বলে অনুমান পুলিশের। দম্পতিকে ঝাঁপ দিতে দেখে লঞ্চের অন্য যাত্রীরা চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরা দম্পতিকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেন। স্বামী-স্ত্রীকে লাইফ বেল্ট পরিয়ে তাঁদের উদ্ধার করেন লঞ্চের কর্মীরা। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বাড়ি পাঠানো হয়েছে।

    পুলিশ সূত্রের খবর, ওই দম্পতি হাওড়ার লিলুয়া ভট্টনগরের বাসিন্দা। কয়েক মাস আগেই কিডনির অসুখে ভুগে তাঁদের একমাত্র মেয়ের মৃত্যু হয়েছে। তাঁদের মেয়ে অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। মেয়ে মারা যাওয়ার পর একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই দম্পতি।

  • Link to this news (এই সময়)