• দুর্যোগের মোকাবিলায় দিঘার সমুদ্র উপকূল-সহ জেলার ব্লকে ব্লকে মহড়া
    এই সময় | ১৭ মে ২০২৫
  • বর্ষাকাল মানেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা। হাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা এলেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। কারণ, প্রত্যেকবারই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয় পূর্ব মেদিনীপুর উপকূলের একাধিক এলাকার। তাই এ বার বর্ষা আসার আগেই উপকূল এলাকা থেকে জেলার ব্লকে ব্লকে শনিবার দুর্যোগ মোকাবিলার মহড়া দিল জেলা প্রশাসন। বিপর্যয় মোকাবিলার সময় কী কী করা উচিত, তার হাতেকলমে এলাকাবাসীকে প্রশিক্ষণ দিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।

    প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন। দিঘাতেও জরুরি মহড়া হয়। শনিবার পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের সেন্টারে এই মহড়া অনুষ্ঠিত হয়। সেই মহড়ায় উপস্থিত ছিলেন, পূর্ব মেদিনীপুরের এনডিআরএফ, স্বাস্থ্য দপ্তর, বিদ্যুৎ দপ্তর, মৎস্য দপ্তর-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক।

    জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, ‘সামনেই বর্ষার মরসুম। প্রাকৃতিক দূর্যোগের সম্ভবনা রয়েছে। সেই কথা মাথা রেখেই আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। তাই জেলার উপকূল এলাকার পাশাপাশি ব্লকে ব্লকে চলছে মক ড্রিল। প্রাকৃতিক বিপর্যয় এলে কী কী করণীয় তা মহড়ার মধ্যমে এলাকার মানুষ থেকে পর্যটকদের সামনে তুলে ধরা হচ্ছে।’

    শনিবার সকাল থেকেই দিঘায় এই মহড়া চলে। দিঘার সমুদ্র উপকূলে এই মহড়া দেখতে ভিড় জমান পর্যটকরাও।

  • Link to this news (এই সময়)