• রাস্তায় পড়ে থাকা কালো ব্যাগ খুলতেই বেরলো বোমা, শোরগোল গলসিতে
    এই সময় | ১৭ মে ২০২৫
  • প্রতিদিনের মতো শনিবারও মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন পূর্ব বর্ধমানের গলসির গোহগ্রাম এলাকার বাসিন্দা জয়ন্ত রায়। রাস্তায় একটি কালো ব্যাগ দেখে সন্দেহ হয় তাঁর। নিছক কৌতুহলবশতই ব্যাগটি খুলে ছিটকে যান তিনি। ভেতরে ছিল একাধিক বোমা। আতঙ্কে চিৎকার করে ওঠেন জয়ন্ত। জমা হন স্থানীয়রাও। খবর দেওয়া হয় পুলিশে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

    খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় গলসি থানার পুলিশ। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডেও। ওই স্কোয়াডের কর্মীরা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।

    কে বা কারা কোন উদ্দেশ্যে এই বোমাগুলি সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। আশেপাশে কোনও সিসিটিভি ফুজেট রয়েছে কি না, তাও দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

  • Link to this news (এই সময়)