‘কোনও একজন নয়, বীরভূমের দায়িত্ব থাকবে কোর কমিটির হাতেই’, চেয়ারপার্সন হয়ে সাফ জানালেন আশিস ব্যানার্জি...
আজকাল | ১৭ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে জেলাস্তরে একাধিক রদবদল করা হয়েছে। তার মধ্যে সকলেরই নজর ছিল বীরভূমে। জেলার চেয়ারপার্সন হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আশিস ব্যানার্জির। চেয়ারপার্সন হওয়ার পর শনিবার সকালেই তারাপীঠে পূজো দিতে গেলেন তিনি। সেখানে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানালেন, বীরভূমের দায়িত্ব কোনও একজনের হাতে নয়, থাকবে কোর কমিটির হাতেই। তাঁর কথায়, ‘কোর কমিটির বৈঠকেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কোর কমিটি ঘোষণা করা হয়েছে আলাদা করে কোর কমিটির কোনও চেয়ারপার্সন ঘোষণা হয়নি’।
রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার এদিন সকালে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি স্পষ্ট জানান, ‘দলের তরফে কেবলমাত্র কোর কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আলাদা করে কোনও চেয়ারপার্সনের নাম নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি।’ পাশাপাশি, তিনি মনে করিয়ে দেন, ‘দলের পক্ষ থেকে যে নতুন কোর কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির বৈঠক হওয়া অত্যন্ত জরুরি। সেই বৈঠকেই বীরভূম নিয়ে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ দায়িত্ব যে কারোর একার হাতে থাকবে না সেটাও তিনি বুঝিয়ে দেন তাঁর কথায়।
বলেন, ‘আমরা সকলে মিলে, ঐক্যবদ্ধভাবেই দল পরিচালনা করব। এখানে বিভাজনের কোনও জায়গা নেই।’ অন্যদিকে, আশিস ব্যানার্জির তারাপীঠ দর্শন ও মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শুক্রবারের ঘোষণার পর দলের অভ্যন্তরীণ সমীকরণ ও নেতৃত্ব নিয়ে যে প্রশ্ন উঠে এসেছে, এবার কোর কমিটির বৈঠকেই তার উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বীরভূম জেলার সভাপতি হিসেবে নাম দেখা যায়নি অনুব্রত মণ্ডলের। তালিকা অনুযায়ী জেলা চালাবে নয় সদস্যের কোর কমিটি। যদিও এই কমিটিতে অনুব্রত রয়েছেন। তালিকা অনুযায়ী অনুব্রত ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিজিৎ সিনহা, আশিস ব্যানার্জি, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষ। এছাড়াও সাংসদরা এই কমিটির ‘এক্স অফিসিও’ সদস্য হিসেবে আছেন।