• মাঝ গঙ্গায় ঝাঁপ, দম্পতিকে উদ্ধার করলেন লঞ্চ কর্মীরা
    আজকাল | ১৭ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দম্পতির। হাওড়ার বাধাঘাটের ঘটনা। হাওড়া বাধাঘাট থেকে আহিরীটোলা যাওয়ার সময় মাঝ গঙ্গায় ঝাঁপ দেন এক দম্পতি। লঞ্চ কর্মীদের তৎপরতায় স্বামী–স্ত্রীকে উদ্ধার করা হয়। জানা গেছে হাওড়ার লিলুয়ার ভট্টনগরের বাসিন্দা ওই দম্পতি।

    জানা গেছে সালকিয়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল লঞ্চটি। মাঝ গঙ্গায় ঘটে এই বিপত্তি। শেষ পর্যন্ত লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয় ওই দম্পতিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একমাত্র কন্যার মৃত্যুর পর থেকে অবসাদে ভুগছিলেন স্বামী–স্ত্রী। তার জেরেই এই চরম পদক্ষেপ করার চেষ্টা করেছিলেন।

    পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সালকিয়া বাধাঘাট থেকে ভূতল পরিবহণ বিভাগের লঞ্চে ওঠেন ওই দম্পতি। কলকাতার আহিরিটোলায় যাবেন বলে জানিয়েছিলেন তাঁরা। লঞ্চ মাঝ গঙ্গায় পৌঁছোলে দু’জনে একসঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরাও গঙ্গায় ঝাঁপ দেন। তাঁরা ‘সেফটি টায়ার’–এর সাহায্যে ওই দম্পতিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

    খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালিপাঁচঘরা থানার পুলিশ। ওই দম্পতির প্রাথমিক চিকিৎসা করানো হয়। খবর দেওয়া হয় দম্পতির পরিবারকে। দু’‌জনেই সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ। 

     
  • Link to this news (আজকাল)