• সীমান্তে নদীতে দড়ি, সেখানেই লুকিয়ে রহস্য, বড় সাফল্য পেল বিএসএফ...
    আজকাল | ১৭ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নদীর দুই পাড়ে দড়ি টানা দিয়ে সোনা পাচার। সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় উদ্ধার হল এক কোটি ১১ লক্ষ টাকার সোনার বিস্কুট। গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার বিথারি-হাকিমপুরের ভারত-বালাদেশ সীমান্তে। ধৃতদের থেকে এক কেজি ১৬৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। বিএসএফ ও পুলিশ সূত্রে জানা যায়, স্বরূপনগর থানার বিথারি-হাকিমপুর পঞ্চায়েত ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তরপাড়ার বাসিন্দা প্রদীপ বারুই ও গোপাল প্রামাণিক নামে দুই সোনা পাচারকারী অভিনব কায়দায় সোনা পাচার করছিল।

    তারা ভারত ও বাংলাদেশ সীমান্তে সোনাই নদীর ওপর দিয়ে দুই পাড়ে টানা দেওয়া দড়ি বেয়ে ব্যাগে করে সোনা পাচারের চেষ্টা করছিল। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। দুই পাচারকারীকে আটক করে ব্যাগ তল্লাশি শুরু হয়‌। তাদের ব্যাগ থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। ওই সোনার বাজারমূল্য প্রায় এক কোটি ১১ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ধৃতদের থেকে দু'টি সেলফোনও উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রের খবর, ওই সোনার বিস্কুটগুলি থাইল্যান্ড থেকে দুবাই হয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে ভারতীয় সীমান্তে পাচারের চেষ্টা করা হচ্ছিল। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে বলে সীমান্তরক্ষী বাহিনী মনে করছে। ধৃত দুই পাচারকারী-সহ উদ্ধার হওয়া সোনার বিস্কুট তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)