কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে কলকাতার এজিসি বোস রোডের মিন্টো পার্ক এলাকায় একটি বহুতলের পাঁচ তলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। আগুন যাতে না ছড়িয়ে পড়ে সেই চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।
জানা গিয়েছে, ২২৪ এজেসি বোস রোডের কৃষ্ণা বিল্ডিং নামে ওই বহুতলে একাধিক অফিস আছে। এদিন দুপুর আড়াইটে নাগাদ পাঁচ তলার একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন আশপাশের কর্মীরা। কিছুক্ষণের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বেজে ওঠে বিল্ডিংয়ের ফায়ার অ্যালার্ম। যে ঘরে আগুন লেগেছে, দুর্ঘটনার সময় সেখানে কোনও কর্মী ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে তার পাশের অফিসের লোকজনের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। দ্রুততার সঙ্গে ওই তলায় থাকা লোকজনকে নিরাপদে নামিয়ে আনা হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় একে একে দমকলের মোট চারটি গাড়ি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। এজেসি বোস ফ্লাইওভার থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এসি মেশিনে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।