• ১৩ হাজার কোটির জালিয়াতি, ইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মে ২০২৫
  • ১৩ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে কলকাতায় একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের সিএমডি পদে ছিলেন অভিযুক্ত। সেই সময় ভুয়ো কোম্পানি খুলে বহুবার ঋণ নিয়েছিলেন ওই ব্যক্তি। শুক্রবার রাতে তাঁকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে ইডি।

    ইডি সূত্রে খবর, ধৃতের নাম সুবোধকুমার গোয়েল। একাধিক কাগুজে কোম্পানি খুলে প্রভাব খাটিয়ে ঋণ নিয়েছিলেন তিনি। ব্যাঙ্কের কর্মী হওয়া তিনি যাবতীয় আঁটঘাট জানতেন, সেই কারণেই ঋণ পেতে কোনও সমস্যা হয়নি। অন্তত ১২-১৩ হাজার কোটি টাকা তছরুপ করেন তিনি। এরপর এই কারচুপির তদন্তভার গ্রহণ করে ইডি। শুক্রবার গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিককে। শনিবারই ধৃত ব্যক্তিকে ইডির বিশেষ আদালতে তোলা হয়।

    এদিকে অন্য একটি মামলায় অর্থ তছরুপের অভিযোগে গুজরাটের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইডি। সূত্রের খবর, তিনি অন্তত ১৫টি ব্যবসায়িক সংস্থার সঙ্গে যুক্ত। ওই ব্যক্তি গুজরাতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সংবাদপত্র ‘গুজরাত সমাচার’-এর সহ-মালিকও। বিরোধীদের অভিযোগ, গুজরাটের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্যই ওই ব্যবসায়ী পরিকল্পিতভাবে হেনস্থা করছে কেন্দ্রীয় এজেন্সি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)