• ভোটার তালিকায় অনিয়ম, সাসপেন্ড কাকদ্বীপের সরকারি আধিকারিক
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মে ২০২৫
  • ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে কারচুপির অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা ক্ষেত্রের এক সরকারি কর্মীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, অবৈধভাবে লগিং আইডি হ্যাক করে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। জেলাশাসকের পাঠানো রিপোর্টের ভিত্তিতে অরুণ গড়াই নামে ওই ব্যক্তিকে সাসপেন্ড করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

    বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল, ভোটার তালিকায় বেশ কিছু নাম অদ্ভুতভাবে উঠে যাচ্ছে। কাকদ্বীপের অভিযোগ সবথেকে বেশি ছিল। এরপর তদন্তে নামেন খোদ জেলাশাসক। দেখা যায়, অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই ইআরও-র নির্দিষ্ট সিস্টেমে লগিং করে নাম তুলেছেন বাদ দিয়েছেন। সাধারণত ইআরও ছাড়া কেউ নাম তুলতে কিংবা বাদ দিতে পারেন না।

    এদিকে কারচুপির বিষয়টি ধরা পড়তেই অরুণ গড়াই ভুল স্বীকার করে ক্ষমা চাইতে থাকেন। কাকদ্বীপের জয়েন্ট বিডিও-র অ্যাকাউন্টে নিজের মোবাইল নম্বর ব্যবহার করেন অভিযুক্ত। জানা গিয়েছে, এই প্রথমবার নয়। এর আগে একাধিকবার ওই আধিকারিকের বিরুদ্ধে নানারকম বেনিয়মের অভিযোগ ওঠে। তবে এবার সাসপেন্ড করা হয়েছে তাঁকে। কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

    তৃণমূলই প্রথম ভোটার তালিকার কারচুপি নিয়ে সরব হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলে, ভিনরাজ্যের ‘ভূতুড়ে’ ভোটারদের তালিকায় ঢোকানো হয়েছে। তৃণমূল নেতৃত্বের লাগাতার আন্দোলনের চাপে পড়ে ভোটার তালিকা সংশোধনের পথে হাঁটে নির্বাচন কমিশন। আগামী ৬ মাসের মধ্যে তালিকা সংশোধন হবে বলে আশ্বাস দেন কমিশনের কর্তারা। তা আগেই সামনে এল ভোটার তালিকায় কারচুপির ঘটনা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)