• হাতে হাতে ঘুরছে তাঁর 'আপত্তিকর' ভিডিয়ো! লজ্জায় লাপাতা মহিলা পঞ্চায়েত প্রধান, শিকেয় কাজ...
    ২৪ ঘন্টা | ১৭ মে ২০২৫
  • দেবব্রত ঘোষ: জগৎবল্লভপুরের বড়গাছিয়া এক নম্বর পঞ্চায়েতের মহিলা প্রধানের একটি আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েতের কাজকর্ম শিকেয় উঠেছে। প্রায় এক মাস প্রধান পঞ্চায়েত অফিসে না আসায় গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে এসে কোন পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ। যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দিন কয়েক আগে বড়গাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। শুধুমাত্র জগৎবল্লভপুরের সন্তোষপুর, বড়গাছিয়া নয় আশপাশ এলাকাতেও গ্রামবাসীদের মোবাইলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে মুখ লোকাতে বেপাত্তা হয়ে যান ওই মহিলা পঞ্চায়েত প্রধান। তিনি পঞ্চায়েত অফিসে আসা পুরোপুরি বন্ধ করে দেন। এমনকি গ্রামেও তাকে দেখা যাচ্ছে না। এর ফলে গ্রামবাসীরা চরম সমস্যায় পড়েছেন। মেয়েদের বিয়ের জন্য রূপশ্রী সার্টিফিকেট অথবা বাসিন্দাদের বসবাসের সার্টিফিকেট সহ একাধিক পরিষেবা কার্যত লাটে উঠেছে।

    এলাকার গ্রামবাসীদের অভিযোগ তারা বারবার পঞ্চায়েত অফিসে এলেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এলাকার অঞ্চল সভাপতি জাফর মোল্লা বলেন, অবিলম্বে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

    এদিকে মানুষের হয়রানির কথা স্বীকার করেছেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু। তিনি বলেন এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য লিখিতভাবে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন। তার কপি তিনিও হাতে পেয়েছেন। পঞ্চায়েত প্রধান না আসায় সাধারণ মানুষের পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে। যাতে এই সমস্যা দ্রুত মেটানো যায় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

    জগৎবল্লভপুরের বিডিও উৎপল দাস মুহুরী ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি ঘটনার সত্যতার কথা স্বীকার করেছেন। তিনি বলেন এ ব্যাপারে পঞ্চায়েতে সদস্যদের নিয়ে দ্রুত এক সাধারণ সভা ডাকা হবে। এদিকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন পঞ্চায়েত থেকে মানুষের পরিষেবা পাওয়া উচিত। সেটা বন্ধ হওয়া উচিত নয়। তবে ভিডিওর সত্যতা যাচাই করা দরকার।

  • Link to this news (২৪ ঘন্টা)