সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরদুপুরে খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এজেসি বোস রোডের অফিস বিল্ডিং জ্বলে উঠল দাউদাউ করে। শনিবার দুপুর তিনটে নাগাদ মিন্টো পার্কের কাছে ওই বহুতলটি থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখেন পথচারীরা। দেখা যায়, ৬ তলার এসি থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে যুদ্ধকালীন তৎপরতায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই বিল্ডিংটি একটি অফিস। শনিবার হওয়ায় অফিস বন্ধ ছিল, তাই প্রাণহানির ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, ২২৪ নং এজেসি বোস রোডের একটি বহুতলের এসিতে আগুন লাগে। ৬ তলার বিল্ডিংয়ে একের পর এক এসি পুড়তে থাকে দাউদাউ আগুনে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আগুন নেভাতে হিমশিম দশা হয় দমকল কর্মীদের। এজেসি বোস রোড সংলগ্ন ফ্লাইওভার থেকে জল ছুঁড়ে আগুন নেভাতে হয়। আরও দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার রয়েছে। এখনও জলের ধারা অব্যাহত।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এসিতে আগুন লাগায় তা এতটা ভয়াবহ আকার নেয়। যদিও শনিবার অফিস ছুটি থাকায় প্রাণহানি এবং বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। এসিগুলির ক্ষতি হয়েছে। বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। দিনেদুপুরে এই ঘটনায় ফ্লাইওভারের উপর একে একে গাড়ি দাঁড়িয়ে পড়ে, আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষজন।